এই নাগরিকদের চীন হয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়।
Published : 19 Nov 2023, 07:37 PM
মিয়ানমারের উত্তরাঞ্চলে জান্তা সেনাদের সঙ্গে জাতিগত-সংখ্যালঘু গোষ্ঠীগুলোর লড়াই বাড়তে থাকার মধ্যে ২শ’র বেশি থাই নাগরিক আটকা পড়েছে। তাদেরকে চীন হয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বলে রোববার জানিয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা নেওয়ার পর থেকেই জান্তা সরকার কঠিন সময় পার করছে। জান্তাবিরোধী বিভিন্ন বিদ্রোহী ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী মিয়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর–পশ্চিশাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলর শত শত জান্তা ঘাঁটিতে অহরহ হামলা চালাচ্ছে।
গত সপ্তাহের লড়াইয়ে চীন সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা মিয়ানমারের সেনাবাহিনীর হাতছাড়া হয়েছে। সামরিক জান্তা বিরোধী একটি বিদ্রোহী জোট উত্তরাঞ্চলের বেশি কিছু অংশ দখল করে নিয়েছে।
শান রাজ্যের দক্ষিণে থাইল্যান্ডের সঙ্গে সীমান্তবর্তী কায়াহ রাজ্যে জাতিগত কারেনি বিদ্রোহীরা প্রধান শহর লোইকাও আক্রমণ করছে এবং এরই মধ্যে শহরের উপকণ্ঠে বিশ্ববিদ্যালয় দখল করেছে।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ২৬৬ থাইয়ের একটি গ্রুপ এবং আরও কিছু সংখ্যক ফিলিপিনো এবং সিঙ্গাপুরী নাগরিককে উত্তরের শান রাজ্যর লাউকায়িং থেকে চীন-মিয়ানমার সীমান্তে নিয়ে যাচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ।
এই থাই নাগরিকদের দলটিকে গাজায় ঢোকার অনুমতি দেওয়া হবে। তারপর তাদেরকে দুটো ভাড়া বিমানে করে চীনের কুনমিং নগরী থেকে ব্যাংককে নেওয়া হবে। সেখানে তাদের মানবপাচার এবং অপরাধের কোনও রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
তাদেরকে কোন সময় দেশে ফেরত পাঠানো হবে তা নির্দিষ্ট করে জানায়নি মন্ত্রণালয়। তবে বলেছে, রোববার দলটি চীন সীমান্ত ভ্রমণ করছে।
থাই কর্তৃপক্ষ এর আগে বলেছিল, মিয়ানমারে আটকা পড়া কিছু মানুষ মানবপাচারের শিকার এবং কেউ কেউ টেলিকম প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।
জাতিসংঘ বলছে, মিয়ানমারসহ দক্ষিণ-পূর্ব এশিয়া টেলিকম ও অন্যান্য অনলাইন প্রতারণার কেন্দ্র। অপরাধ চক্রের পাচারের শিকার হয় শত, শত, হাজার, হাজার মানুষ এবং তারা প্রতারণা কেন্দ্র ও অন্যান্য অবৈধ কাজে জড়িত হতেও বাধ্য হয়।
থাই কর্তৃপক্ষ এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে ৪১ জন থাই নাগরিককে দেশে ফেরত পাঠানোর পর বাকী ওই থাই নাগরিকদের চীনে নেওয়া হচ্ছে।