আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের ৮ দিনের রিমান্ড

অন্য একটি মামলায় বুধবার আদালতে অভিযুক্ত হয়েছেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 02:03 PM
Updated : 10 May 2023, 02:03 PM

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবি।

পরদিন তেহরিক ই ইনসাফ নেতাকে ইসলামাবাদের পুলিশ লাইনসে স্থাপন করা একটি অস্থায়ী আদালতে তোলা হয়।

আদালতে এনএবি ইমরানকে ১৪ দিনের জন্য রিমান্ডে চেয়েছিল। পরে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম ডন।

একই দিন একটি সেশন আদালত তোষাখানা মামলায় ইমরানকে অভিযুক্ত করে। ইসলামাবাদ পুলিশ লাইনসে অস্থায়ী আদালত স্থাপন করে উভয় মামলার শুনানি হয়েছে। 

ইমরানের বিচার শুরুর জন্য পুলিশ লাইনসকে মঙ্গলবার রাতে অস্থায়ী আদালতের মর্যাদা দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়।

আল-কাদির ট্রাস্ট মামলায় এনএবির ১৪ দিনের রিমান্ড আবেদনের বিরোধিতা করে পিটিআই চেয়ারম্যানের আইনজীবী খওয়াজা হারিস বলেন, যে মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে সেটি ব্যুরোর আওতার মধ্যে পড়ে না।

তিনি বলেন, ‘‘এনএবি এমনকী তাদের তদন্ত প্রতিবেদনও দেখায়নি। প্রত্যেকেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে।’’ তিনি উন্মুক্ত আদালতে শুনানির আবেদনও করেন।

ওদিকে, এনএবির কৌঁসুলি আদালতে বলেন, গ্রেপ্তার করার সময় ইমরানকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছিল। প্রয়োজনীয় নথিপত্র দেওয়া হবে বলেও তিনি ইমরানের আইনজীবীকে আস্বস্ত করেন।

তিনি বলেন, ‘‘এটি দুর্নীতির মামলা এবং যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এর তদন্ত করেছে।”