‘হ্যাঁ’ জয়ী হলে দেশটিতে ৫০ বছরের মধ্যে সংবিধানে প্রথম পরিবর্তন আসবে।
Published : 14 Oct 2023, 02:33 AM
সংবিধানে স্থানীয় আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার প্রশ্নে জনগণের রায় জানতে গণভোট শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। ‘ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট’ শীর্ষক এই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে অস্ট্রেলিয়ার ইতিহাসে ৫০ বছরের মধ্যে প্রথম সংবিধানে পরিবর্তন আসবে। সংবিধানে স্বীকৃতি পাবে আদিবাসী এবং টরেস আইল্যান্ডের মানুষেরা। তাদের নিয়ে গঠিত হবে ‘ভয়েস’ নামে নতুন একটি সংসদীয় উপদেষ্টা পরিষদ। এই পরিষদ সরকারকে পরামর্শ দেবে।
গণভোট অনুষ্ঠানের তারিখ নির্ধারিত আছে ১৪ অক্টোবর। বেশিরভাগ নাগরিকের সেদিনই ভোট দেওয়ার কথা। তবে ওইদিন ভোট দিতে যারা অপারগ, তারা দেশজুড়ে এখন থেকেই নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন।
নর্দার্ন টেরিটোরি, তাসমানিয়া, ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় সোমবার থেকেই আগাম ভোট শুরু হয়েছে। নিউ সাউথ ওয়েলস, কুইসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে মঙ্গলবার আগাম ভোট হচ্ছে।
আগাম ভোটের শুরুতেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের রাস্তায় রাস্তায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন জোগাড় করতে প্রচার চালিয়েছেন।
সাম্প্রতিক জনমত জরিপে ‘ভয়েস’ এর পক্ষে জনসমর্থন কিছুটা কমতে দেখা গেছে। তবে মঙ্গলবার পরিচালিত একটি জনমত জরিপে কয়েকমাসের মধ্যে প্রথমবারের মতো ভয়েসের পক্ষে জনসমর্থন জোরাল হতে দেখা গেছে।
২০১৭ সালে ‘উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট’ নামের এক ঐতিহাসিক নথিতে দ্য ভয়েসের সুপারিশ করা হয়েছিল। ২৫০ এর বেশি আদিবাসী নেতা দ্য ভয়েসের খসড়া তৈরি করেছিলেন।
অস্ট্রেলিয়ায় সবশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে। দেশটিতে সাংবিধানিক গণভোট বিরল এবং পাস করাও কঠিন। এর আগে ৪৪টি প্রচেষ্টার মধ্যে মাত্র ৮টি সফল হয়েছে। আসন্ন গণভোট ঘিরেও দেশটিতে সমর্থন ও বিরোধিতা উভয়ই আছে।
প্রধানমন্ত্রী গত মার্চে বিষয়টি নিয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সংবাদ সূত্র: বিবিসি
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: