জার্মানিতে ছুরি হামলায় স্কুলছাত্রী নিহত

পুলিশ বলছে, সন্দেহভাজন এক ব্যক্তি ইলারকির্চবার্গ গ্রামের একটি শরণার্থী আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 10:45 AM
Updated : 6 Dec 2022, 10:45 AM

দক্ষিণ জার্মানিতে স্কুলে যাওয়ার সময় ছুরি হামলায় ১৪ বছর বয়সী এক ছাত্রী নিহত এবং ১৩ বছর বয়সী আরেকজন গুরুতর আহত হয়েছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তি সোমবার সকালে ইলারকির্চবার্গ গ্রামের একটি শরণার্থী আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

পরে হাসপাতালে মারা যায় ১৪ বছরের ছাত্রীটি। জার্মানির পুলিশ ২৭ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে। এই ব্যক্তি ইরিত্রিয়ার নাগরিক এবং জার্মানির আশ্রয়প্রার্থী বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, কর্মকর্তারা কাছের একটি ভবনে তল্লাশি চালিয়ে ছুরিসহ সন্দেহভাজন ওই ব্যক্তিকে খুঁজে পায়। এই ছুরিটিই হামলায় ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, আরও দুইজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিটি হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিত্সাধীন রয়েছে।

ওদিকে, এক বিবৃতিতে পুলিশ এই হামলার ঘটনার প্রেক্ষাপটে বিদেশি নাগরিক বা আশ্রয়প্রার্থীদের সন্দেহ না করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছে।

পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই এখন পর্যন্ত সম্পূর্ণ অস্পষ্ট।

হামলায় আহত ১৩ বছর বয়সী মেয়েটি আঘাত থেকে সেরে উঠছে। তার আঘাত আশঙ্কাজনক নয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।