প্রিন্সেস ডায়ানার ‘আতাল্লাহ ক্রসের’ মালিক এখন কিম কার্ডিশিয়ান

নিলামে মাত্র পাঁচ মিনিটে এক লাখ ৬৩ হাজার ৮০০ পাউন্ডে তিনি সেটি কিনে নেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2023, 03:44 PM
Updated : 19 Jan 2023, 03:44 PM

বড় বড় কয়েকটি নীলার চারপাশের ফ্রেম ৫ দশমিক ২ ক্যারেটের অসংখ্য হীরা দিয়ে সাজানো অভিজাত এই পেনডন্টটি বেশ কয়েকটি অনুষ্ঠানে পরেছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা।

বিখ্যাত ওই পেনডেন্টটির মালিক এখন যুক্তরাষ্ট্রের রিয়্যালিটি টিভি তারকা কিম কার্ডিশিয়ান।

বিবিসি জানায়, লন্ডনের সোথবি নিলাম হাউজ বুধবার তাদের ‘রয়্যাল অ্যান্ড নোবেল সেল’ এর অংশ হিসেবে ডায়ানার পরা ওই আতাল্লাহ ক্রসটি নিলামে তোলে।

মাত্র চারজন ওই নিলামে অংশ নেন এবং পাঁচ মিনিটের মধ্যে কার্ডিশিয়ান নিলাম জিতে নেন।

রাজকীয় এবং অভিজাত গহনা তৈরির জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রের জুয়েলারি কোম্পানি গারার্ড ১৯২০ সালে ওই পেনডেন্টটি তৈরি করে।

বড় বড় কয়েকটি নীলার চারপাশের ফ্রেম ৫ দশমিক ২ ক্যারেট হীরা দিয়ে সাজানো রাজকীয় এই পেনডেন্টটি বেশ কয়েকটি অনুষ্ঠানে পরেছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা।

যার মধ্যে উল্লেখযোগ্য, ১৯৮৭ সালের অক্টোবরে দাতব্য প্রতিষ্ঠান ‘বার্থরাইট’ এর জন্য লন্ডন চ্যারেটি গালায় ওই পেনডেন্টটি পরে হাজির হয়েছিলেন ডায়ানা।

‘বার্থরাইট’ গর্ভধারণ এবং সন্তান জন্মদান বিষয়ে নারীদের মানবাধিকার নিয়ে কাজ করে।

১৯৮০’র দশকে ব্যবসায়ী নাইম আতাল্লাহ প্রথম ওই পেনডেন্টটি কেনেন। প্রিন্সেস ডায়ানার সঙ্গে যার বন্ধুত্ব ছিল এবং অনেক বছর ধরে তিনি ডায়ানাকে সেটি বেশ কয়েকবার পরতে দিয়েছিলেন।

নাইম আতাল্লাহর সম্পত্তি হিসেবেই বুধবার পেনডেন্টটি নিলামে তোলা হয়।

সোথবি কর্তৃপক্ষ পেনডেন্টটির ভিত্তি মূল্য নির্ধারণ করেছিল ৮০ হাজার পাউন্ড থেকে এক লাখ ২০ হাজার পাউন্ড। কার্ডিশিয়ান সেটি এক লাখ ৬৩ হাজার ৮০০ পাউন্ডে কিনে নেন।

সোথবির জুয়েলারি বিভাগের প্রধান কিস্টিয়ান স্পোফোর্থি বলেন, ‘‘প্রিন্সের ডায়ানার নিজের বা তিনি পরেছেন এমন গহনা বাজারে খুবই বিরল, বিশেষ করে আতাল্লাহ ক্রসের মত রঙিন, অভিজাত ও স্বতন্ত্র গহনা।”

কার্ডিশিয়ান এবারই প্রথম ঐতিহাসিক ফ্যাশন সামগ্রী কিনেছেন তেমন নয়।

গত বছর তিনি মেট গালায় মেরিলিন মনরোর একটি গাউন পরেছিলেন। যেটি তিনি রিপলিস বিলিভ ইট অর নট! মিউজিয়াম থেকে ধারে নিয়েছেন।

১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের ওই সময়ের প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনের অনুষ্ঠানে ওই গাউনটি পরেছিলেন প্রয়াত অভিনেত্রী মনরো।