চীনের তিব্বতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নাইংচি নগরীর কাছে একটি সুড়ঙ্গের বহির্গমনপথে মঙ্গলবার রাতে তুষারধসে অন্তত আট জন নিহত হয়েছে।
উল্টে গেছে বহু গাড়ি। রাস্তা ঢেকে গেছে তুষারে। উদ্ধারকাজে অংশ নেওয়া এক স্থানীয় অধিবাসী স্থানীয় গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
কতজন নিখোঁজ রয়েছে সেটি পরিষ্কার নয়। শত শত উদ্ধারকারী এবং ৩০ টি বড় মেশিন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
পার্বত্যাঞ্চলে ঘনঘনই তুষারধস ঘটে। তিব্বতের এই তুষারধস ঘটেছে মহাসড়কের ওপরে। তিব্বতের মেডং এবং মাইনলিং কাউন্টির পাই শহরের সঙ্গে সংযোগ আছে এই সড়কটির।
স্থানীয় গণমাধ্যম হংসিন নিউজে এক নারী বলেছেন, দুর্ঘটনার পর থেকে তার স্বামী নিখোঁজ রয়েছেন। তিনি একসঙ্গে চান্দ্র নববর্ষ উদযাপন করতে বাড়ি যাওয়ার জন্য বিমানবন্দরে যাওয়ার পথে ছিলেন।
প্রায় ৯ হাজার ৩০০ ফুট গড় উচ্চতায় অবস্থিত নাইংচি নগরী তিব্বতের একটি জনপ্রিয় ভ্রমণস্থল।