এক সাবওয়ে স্টেশনের কাছে এ হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
Published : 21 Jul 2023, 01:49 PM
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ছুরি হামলার এক ঘটনায় একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
এ ঘটনার পর পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে, জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইয়নহাপ।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৭ মিনিটে এক ব্যক্তি সিলিম সাবওয়ে স্টেশনের বর্হিগমন গেইট চারের কাছে হামলাটি চালায়। পুলিশ সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে।
কী কারণে ওই ব্যক্তি এ হামলা চালিয়েছে তা পরিষ্কার হয়নি। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
হামলার পর ঘটনাস্থল ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।