তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শেষ, তবে টহল চলবে: চীন

এর মধ্য দিয়ে চীনা বাহিনী কয়েকদিনের লাগাতার সামরিক মহড়া শেষের ঘোষণা দেওয়ার পাশাপাশি তাইওয়ানের ওপর চাপ জারি রাখার আভাসও দিল।

রয়টার্স
Published : 10 August 2022, 04:01 PM
Updated : 10 August 2022, 04:01 PM

চীনের সেনাবাহিনী তাইওয়ান ঘিরে নানা কর্মতৎপরতা সম্পন্ন করেছে। তবে তারা নিয়মিত টহল চালিয়ে যাবে। চীনের সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে।

এর মধ্য দিয়ে চীনা বাহিনী কয়েকদিনের লাগাতার সামরিক মহড়া শেষের ঘোষণা দেওয়ার পাশাপাশি তাইওয়ানের ওপর চাপ জারি রাখার আভাসও দিল।

চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, “তাইওয়ান ঘিরে আকাশ এবং সমুদ্রে কয়েকদফা যৌথ সামরিক মহড়া নানা কসরতের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এবং সেনাদের একযোগে যুদ্ধের সক্ষমতাও কার্যকরভাবে পরীক্ষা করা গেছে।”

“থিয়েটার বাহিনী এখন তাইওয়ান প্রণালীতে পরিস্থিতির পরিবর্তনের ওপর নজর রাখবে, প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতি নেবে এবং তাইওয়ান প্রণালীর দিকে নিয়মিত রণপ্রস্তুতিমূলক টহল জারি রাখবে।”

চীনের এই বিবৃতির ব্যাপারে তাইওয়ানের কাছ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার দিনের শুরুতে এক সূত্র জানিয়েছিলেন, চীনের নৌ বাহিনীর জাহাজগুলো তাইওয়ানের পূর্ব এবং পশ্চিম দুই উপকূলেই সক্রিয় থাকবে।

বুধবার বিকালেও তাইওয়ান প্রণালীর মাঝরেখার কাছে চীনের নৌবাহিনী সক্রিয় থাকতে দেখা গেছে এবং চীনের জঙ্গি বিমানগুলোও মাঝরেখা ঘেঁষে উড়েছে বলে জানান ওই সূত্র।

বার বার হুঁশিয়ার করার পরও যু্ক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে ‘কঠোর সামরিক প্রতিক্রিয়ার’ অংশ হিসেবে দ্বীপরাষ্ট্রটি ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছিল চীন।

গত রোববার এই মহড়া শেষের পর চীন ফের আরেক দফায় তাইওয়ান ঘিরে নতুন করে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছিল।

বুধবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, তাইওয়ান প্রণালী ঘিরে এদিনও ৩৬ টি চীনা জঙ্গি বিমানএবং ১০ টি জাহাজের আনাগোনা দেখা গেছে।