কেনিয়ার মধ্যাঞ্চলে সেতু থেকে একটি বাস নদী উপত্যকায় পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে খবর গণমাধ্যমের।
ডেইলি নেশন ও স্ট্যান্ডার্ড সংবাদপত্রের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার সন্ধ্যায় থারাকা নিথি কাউন্টিতে ঘটনাটি ঘটে, ওই সময় মর্ডান কোস্ট কোম্পানির বাসটি মেরু থেকে বন্দর নগরী মোম্বাসা যাচ্ছিল। পথে নিথি সেতুতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উপত্যকার ৪০ মিটার নিচে নদীতে পড়ে নিমজ্জিত হয়।
“আমরা দুঃখের সঙ্গে জাতিকে জানাচ্ছি, মেরু-নাইরোবি মহাসড়কের কুখ্যাত নিথি সেতুতে মর্ডান কোস্ট বাসের এক ভয়ঙ্কর দুর্ঘটনায় আমরা ২৪ জনকে হারিয়েছি,” থারাকা নিথি কাউন্টির কমিশনার নবার্ট কোমোরা এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে ডেইলি নেশন।
নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে বাসটির ব্রেক সম্ভবত ফেল করেছিল, এতে সেতুর একটি তীক্ষ্ণ বাঁকে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
কেনিয়ার ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্যে দেখা গেছে, ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৪৫৭৯ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি।