ভারতের জম্মুতে গিরিসঙ্কটে বাস পড়ে নিহত ১০

বাসটি জাতীয় মহাসড়ক ধরে যাওয়ার সময় পাহাড়ি রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট নিচে পড়ে যায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 09:10 AM
Updated : 15 Nov 2023, 09:10 AM

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ডোডায় গিরিসঙ্কটে বাস পড়ে ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় মহাসড়ক ধরে যাওয়ার সময় ত্রুনগাল-আসারের কাছে পাহাড়ি রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট নিচে পড়ে যায়। আহতদের কিশতওয়ার ও ডোডার সরকারি হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শুরু করার পর কিছু মৃতদেহ উদ্ধার করা হয়।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, খবর এনডিটিভির।

দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হওয়ায় গভীর শোক জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।