গুপ্তচরবৃত্তি: চীনে মার্কিন নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী সুঝৌ এর আদালত এ দণ্ড দেয়। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম জন শিং-ওয়ান লেউং।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 12:27 PM
Updated : 15 May 2023, 12:27 PM

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে যাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চীনের আদালত।

সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী সুঝৌ এর আদালত সংক্ষিপ্ত এক বিচারে এ দণ্ড দেয়। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম জন শিং-ওয়ান লেউং। তার রাজনৈতিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।

৭৮ বছর বয়সী লেউং হংকংয়ের স্থায়ী বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। তার অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২১ সালের ১৫ এপ্রিলে সুঝৌ নগরীতে জন শিং-ওয়ান লেউংকে আটক করে চীনের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি।

লেউংয়ের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।

বিবিসি জানায়, লেউং আটকের সময় কোথায় বাস করছিলেন তা স্পষ্ট জানা যায়নি।

বেইংজিংয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, এই খবরের বিষয়ে তিনি অবগত। তিনি বলেন, বিদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকের নিরাপত্তাকে পররাষ্ট্রদপ্তর সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়।

চীনে রুদ্ধদ্বার বিচার সাধারণ ঘটনা। গুপ্তচরবৃত্তির মতো স্পর্শকাতর মামলার ক্ষেত্রে বিস্তারিত সাধারণত কমই প্রকাশ করা হয়।

বাণিজ্য, প্রযুক্তি ও মানবাধিকারসহ নানা বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলার মধ্যে মার্কিন নাগরিকের সাজার এ খবর এল। এতে দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে।