ট্রাম্পের বিরুদ্ধে নানা অপরাধের কয়েক ডজন অভিযোগ আছে।
Published : 06 Feb 2024, 04:58 PM
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন’ বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, এসব মামলা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় ‘পচন’ প্রকাশ্যে এনেছে।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তক শহরে একটি অর্থনৈতিক ফোরামে একথা বলেন পুতিন।
ট্রাম্পের বিরুদ্ধে নানা অপরাধের কয়েক ডজন অভিযোগ আছে। এসব অভিযোগে আগামী ১৮ মাসে ট্রাম্প কয়েক দফায় বিচারের মুখোমুখি হবেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, “ট্রাম্পের বিরুদ্ধে যা ঘটছে, তা রাশিয়ার দৃষ্টিকোণ থেকে ভালো বিষয়। কারণ, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতি যে পচে গেছে, তা সামনে চলে এসেছে। ট্রাম্পের ক্ষেত্রে পুরোপুরি রাজনৈতিক কারণে একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর উপরে নিপীড়ন চালানো হচ্ছে। আর তা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্বের মানুষের সামনে।”
এমন কথা বলার সঙ্গে পুতিন এটাও জানিয়ে দিয়েছেন, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের বিশেষ কোনো সম্পর্ক আছে এমন ধারণা একেবারেই ভিত্তিহীন এবং ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যিনিই ক্ষমতায় বসুক, তাতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)