যুদ্ধ সবচেয়ে গুরুতর এবং জটিল পর্যায়ে মোড় নিয়েছে। ইসরায়েলের ট্যাংক পৌঁছেছে হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ঘাঁটি খান ইউনিস, জাবালিয়া এবং সেজাইয়ায়।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাজনে একটি সেতু ধসে তিন জন নিহত ও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে বলে দমকল কর্মী ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
আমাজনের দমকল বিভাগ জানায়, বুধবার রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে কারেইরো শহরে বিআর-৩১৯ মহাসড়কে কুরুকা নদীর একটি সেতু ধসে পড়ে, তারপর থেকে নিখোঁজ প্রায় ১৫ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে তারা।
কয়েকটি গাড়ি সেতুটি পার হওয়ার সময় সেটি ধসে পড়ে। এ সময় তিন জন নিহত ও ১৪ জন আহত হয় বলে নিশ্চিত করেছে দমকল বিভাগ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গণমাধ্যম জি-ওয়ান কয়েকজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একটি ফাটল শনাক্ত হওয়ার পর সেতুটিতে যানবাহনের জ্যাম লেগে যায়, এর কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে আমাজনের রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।