৩৪ বছর বয়সী ক্যাভালকান্তে কারাগার থেকে পালিয়েছিলেন গত ৩১ অগাস্ট।
Published : 28 Jan 2024, 04:37 PM
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজার আসামি ড্যানেলো ক্যাভালকান্তকে দুই সপ্তাহ চেষ্টার পর আটক করতে পেরেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গলের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টার সময় পুলিশের কুকুর তাকে আবিষ্কার করে।
ওই কয়েদিকে ধরতে গত কয়েক দিন ধরে চিরুনি অভিযান চালিয়ে আসছিল মার্কিন পুলিশ। একটি উড়োজাহাজ থেকে থার্মাল হিট প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করা হয় গাছপালা ঘেরা এক জঙ্গলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচশরও বেশি সদস্য কুকুরের সাহায্যে তাকে ধরতে সক্ষম হন।
৩৪ বছর বয়সী ক্যাভালকান্তে কারাগার থেকে পালিয়েছিলেন গত ৩১ অগাস্ট। ২০২১ সালের এপ্রিলে সাবেক প্রেমিকাকে তার দুই সন্তানের সামনে খুনের ঘটনায় গত মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এক সংবাদ সম্মেলনে বলেন, কোনো গুলি খরচ ছাড়াই বুধবার ক্যাভালকান্তেকে ধরা সম্ভব হয়েছে। এই অভিযানে সহায়তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, সাউথ কভেন্ট্রি টাউনশিপের জঙ্গলে তারা কুকুর দিয়ে তল্লাশি চালান। ক্যাভালকান্তের অবস্থানের কাছাকাছি একটি বাড়িতে বার্গলার অ্যালার্মও বেঁজে ওঠে। বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে রাতভর জঙ্গলের উপরে উড়োজাহাজ দিয়ে অনুসন্ধান চালানো হয়।
মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের সেই উড়োজাহাজ জঙ্গলের উপরে ওড়ার সময় হিট সিগন্যাল পায়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটিকে সেখান থেকে চলে যেতে হয়। এরপর সেই হিট সিগন্যাল ধরে প্রায় দুই ডজন কর্মকর্তার একটি চৌকস দল এগোতে থাকে। শেষ পর্যন্ত চার ঘণ্টা পর ক্যাভালক্যান্তের অবস্থান তারা চিহ্নিত করেন।
পেনসিলভেনিয়া পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বিভেনস সংবাদ সম্মেলনে বলেন, তারা চুপিচুপি ক্যাভালক্যান্তের কাছাকাছি চলে যান, বিষয়টি সে বুঝতেও পারেনি। ঝোপঝাড়ের ভেতর দিয়ে চুরি করা রাইফেল নিয়ে হামাগুড়ি দিয়ে পালাচ্ছিল সেই কয়েদি।
সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)