এ নিয়ে গত প্রায় এক বছরে পাকিস্তানে তিনটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল।
Published : 14 Feb 2024, 11:19 AM
পাকিস্তানের বন্দরশহর গোয়াদরের কাছে নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীর সবার মৃ*ত্যু হয়েছে। হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল বলে পাকিস্তান নৌবাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে। নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটি সম্ভবত কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের পরপরই সি কিং হেলিকপ্টারটির ইঞ্জিনে আগুন ধরে যায়, লেজের অংশটি খসে পড়ে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার।
এ নিয়ে গত প্রায় এক বছরে পাকিস্তানে তিনটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল। সংবাদসূত্র: ডন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)