কোনো ‘দুষ্কৃতকারীর’ প্ররোচনায় তারা বাড়ি ছেড়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
Published : 11 Feb 2024, 08:50 AM
দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস উন্মাদনায় আক্রান্ত ভারতীয় কিশোর-তরুণরা; তার প্রমাণ দিয়ে ঘর ছেড়ে পালাল মুর্শিদাবাদের স্কুল পড়ুয়া তিন ছাত্রী। প্রিয় তারকাদের সঙ্গে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যেতে চাইছিল তারা।
মঙ্গলবার বিকেলে নবম শ্রেণি দুই ছাত্রী ও সপ্তম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে কিছু টাকা ও জামাকাপড় নিয়ে মুম্বাইয়ের পথে রওনা দেয়। প্রথম ট্রেন ধরে পৌঁছায় শিয়ালদহ স্টেশনে। তারপর সেখানে থেকে হোটেলের খোঁজে ট্যাক্সি করে সল্টলেকে পৌঁছায়।
সেখানে গিয়ে হোটেল না পেয়ে তাদের শিয়ালদহ স্টেশনে ফিরে আসতে হয়। ততক্ষণে মুর্শিদাবাদ পুলিশ ও হাওড়া পুলিশ ওই তিন ছাত্রীর খোঁজ শুরু করে দিয়েছে। তাদের একজনের কাছে থাকা মোবাইল ফোন ট্র্যাক করে সাঁতরাগাছি পুলিশ শালিমার স্টেশনের ওয়েটিং রুমে তাদের খুঁজে পায়।
সাঁতরাগাছি থানার ওসি মৃণাল সিনহা জানতে পারেন, বিটিএসের সঙ্গে স্টেজে গান-বাজনার সুযোগ পাওয়ার আশায় দক্ষিণ কোরিয়ায় যেতে ঘর ছেড়েছে তিন কন্যা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিটিএসে গ্রুপে যোগ দেওয়ার পর ওই ভবনা তাদের মাথায় আসে।
অবশ্য কোনো ‘দুষ্কৃতকারীর’ প্ররোচনায় তারা বাড়ি ছেড়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)