গাজায় হাসপাতালটির কাছে ইসরায়েলের হামলার তীব্রতা বাড়তে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন কথা বললেন।
Published : 14 Nov 2023, 04:52 PM
গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালকে অবশ্যই রক্ষা করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় হাসপাতালটির কাছে ইসরায়েলের হামলার তীব্রতা বাড়তে থাকার মধ্যে তিনি এমন কথা বললেন।
সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রেখেছে। হাসপাতালটির কাছে আগ্রাসী কর্মকাণ্ড তেমন চালানো হবে না- এমনটিই তিনি আশা করেন।
জিম্মিদের মুক্তি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বাইডেন বলেন, এসময় হাসপাতালগুলো সুরক্ষিত থাকবে বলেই আশা তার।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক গাজার সাধারণ মানুষকে রক্ষায় সম্ভাব্য সবকিছু করা এবং লড়াইয়ে মানবিক বিরতি করার জন্য ইসরায়েলকে আহ্বান জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হাসপাতালকে রক্ষা করার কথা বললেন।
গাজার প্রধান আল-শিফা হাসপাতালের কাছে সম্প্রতি কয়েক দিনে লড়াই জোরদার করেছে ইসরায়েল। সোমবার হাসপাতালটির গেটের কাছে পৌঁছে যায় ইসরায়েলের ট্যাংক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, লড়াইয়ের কারণে বন্ধ হয়ে আছে আল শিফা হাসপাতালের কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানির সংকটে পড়া হাসপাতালটি ‘প্রায় একটি কবরস্থান’ হয়ে উঠেছে বলে সংস্থাটি সতর্ক করেছে।
হাসপাতালটির নিচে ভূগর্ভস্থ টানেলে হামাস একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে বলে অভিযোগ ইসরায়েলের। গাজা শাসনকারী হামাস সেখানে ‘মানবিক সমাধানও প্রতিরোধ’ করছে বলে অভিযোগ তাদের। কিন্তু হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
আল-শিফা হাসপাতালের খুব কাছে লড়াই চলার কথা স্বীকার করেছে ইসরায়েল, কিন্তু হাসপাতালটি অবরুদ্ধ করা হয়নি এবং শিশুদের জন্য ইনকিউবেটর দেওয়ার প্রস্তাবও করেছে বলে দাবি করেছে তারা। হাসপাতালটির দিকে কোনো গুলি ছোড়া হচ্ছে না এবং যে কেউ চাইলে সেখান থেকে চলে যেতে পারে বলে জানিয়েছে ইসরায়েল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার জানিয়েছেন, হাসপাতালটিতে এখনও প্রায় ৬০০ জনের মতো রয়ে গেছে, অন্যরা হলওয়েতে আশ্রয় নিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের নজিরবিহীন হামলায় ১,৪০০’র বেশি মানুষ নিহত এবং ২৪০ জন জিম্মি হওয়ার পর থেকেই সশস্ত্র এই ফিলিস্তিনি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।