ইদানিং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলা বেড়ে গেছে।
Published : 17 Dec 2023, 07:49 PM
লোহিত সাগরে জাহাজে হামলার হুমকি বেড়ে যেতে থাকার কারণে বিশ্বের সবচেয়ে বড় শিপিং গ্রুপ ভূমধ্যসাগরীয় শিপিং কোম্পানি (এমএসসি) ওই রুটে তাদের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম’ও একই পদক্ষেপ নিয়েছে। এর একদিন আগেই লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করেছিল ড্যানিশ জায়ান্ট শিপিং কোম্পানি মেয়ার্স্ক এবং জার্মানির পরিবহন কোম্পানি হাপাগ লয়েড।
ইদানিং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলা বেড়ে গেছে। হুতিরা ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন দিচ্ছে। লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে যাওয়া জাহাজগুলোকে হামলার নিশানা করার হুমকি দিয়েছে তারা।
এর প্রেক্ষাপটেই বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো এখন একে একে লোহিত সাগর রুটে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে।
তেল ও জ্বালানির চালান নিয়ে যাওয়ার জন্য লোহিত সাগর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ। কিন্তু এ পথে চলাচলকারী বিদেশি জাহাজগুলো হুতিদের রকেট এবং ড্রোন হামলার শিকার হচ্ছে।
হুতিরা এমনকি ইসরায়েলের ভূখন্ডেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র শনিবার বলেছে, তাদের গাইডেড-মিসাইল লোহিত সাগরে হুতিদের ১৪ টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এক ঘোষণায়, ভূমধ্যসাগরীয় শিপিং কোম্পানি (এমএসসি) বলেছে, ওই এলাকায় পরিস্থিতি “মারাত্মক” হয়ে উঠেছে। তারা জানায়, শুক্রবার তাদের কন্টেইনার জাহাজ এমএসসি পালাটিয়াম-থ্রি লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় হামলার শিকার হয়েছে।
হামলায় নাবিকদের ক্ষতি না হলেও জাহাজটি আর চালানো হচ্ছে না। আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় উত্তমাশা অন্তরীপ (কেপ অব গুড হোপ) এর মধ্য দিয়ে জাহাজগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে।
ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম বিশ্বের তৃতীয় বৃহত্তম শিপিং কোম্পানি। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তারা লোহিত সাগরে তাদের সব কন্টেইনার জাহাজকে নিরাপদ এলাকায় পৌঁছানো এবং নিরাপদ জায়গায় থেমে থাকার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে জাহাজগুলোকে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি ডেনমার্কের মেয়ার্স্ক লোহিত সাগরের পরিস্থিতি উদ্বেগজনক বলে বর্ণনা করেছে।
বৃহস্পতিবার মেয়ার্স্ক জিব্রালটার কন্টেইনার জাহাজ বাব- আল-মান্দেব প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে হতে বেঁচে গেছে এবং শুক্রবার আরেকটি কন্টেইনার জাহাজ হামলার নিশানা হয়েছে।
এ ঘটনার পর ওই অঞ্চলে মেয়ার্স্কের সব জাহাজকেই বাব-আল-মান্দেব প্রণালী পাড়ি দিতে নিষেধ করে তারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রা বন্ধ রাখতে বলা হয়।
বাব-আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী ২০ মাইল চওড়া একটি প্রণালী। এটি ‘গেট অব টিয়ারস’ নামেও পরিচিত। আরব উপদ্বীপের ইয়েমেন এবং আফ্রিকা উপকূলের জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যে এই প্রণালী অবস্থিত।
বিবিসি জানায়, এই রুটে জাহাজ দক্ষিণ দিক থেকে সুয়েজ খালে পৌঁছতে পারে। এটি একটি প্রধান জাহাজ চলাচল পথ। এ পথ দিয়ে জাহাজ যেতে না পারলে জাহাজগুলোকে অনেক ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হবে।