কীভাবে ওই ডিপোতে বিস্ফোরণ হল, তা স্পষ্ট নয়।
Published : 14 Jan 2024, 09:38 AM
আজারবাইজানের নাগোরনো-কারাবাখে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ২০ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক।
হাজার হাজার জাতিগত আর্মেনীয় নাগোরনো-কারবাখ ছেড়ে প্রতিবেশী আর্মেনিয়ায় চলে যাওয়ার মধ্যেই এ ঘটনা ঘটল।
আর্মেনিয়ার সরকার জানিয়েছে, এ পর্যন্ত নাগোরনো-কারাবাখের ১৩ হাজার ৩৫০ জন জাতিগত আর্মেনীয় বাসিন্দা সীমান্ত অতিক্রম করে আর্মেনিয়ায় প্রবেশ করেছে।
বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা জাতিগতভাবে আর্মেনীয়। অঞ্চলটিতে প্রায় এক লাখ ২০ হাজার আর্মেনীয় বসবাস করে আসছিলেন।
নাগোরনো-কারাবাখের প্রধান শহর স্তেপানাকার্টে সোমবার সন্ধ্যায় বিস্ফোরণটি ঘটে। কীভাবে ওই ডিপোতে বিস্ফোরণ হল, তা স্পষ্ট নয়।
স্থানীয় ন্যায়পাল জেগাম স্তাপানিয়ান সামাজিক মাধ্যমে লিখেছেন, “জ্বালানি গুদামে বিস্ফোরণে আহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। এদের অধিকাংশের অবস্থা গুরুতর বা অত্যন্ত গুরুতর। নাগোরনো-কারাবাখের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট নয়।”
মঙ্গলবার এক বিবৃতিতে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে ১৩টি মৃতদেহ পাওয়া যায়, আর সাতজন হাসপাতালে মারা গেছেন।
গত সপ্তাহে ২৪ ঘণ্টার এক সামরিক অভিযানে নাগোরনো-কারাবাখের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের পরাজিত করে আজারবাইজানের সামরিক বাহিনী। তারপর রাশিয়ার মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হয়। এর মধ্য দিয়ে জাতিগত আর্মেনীয়দের নিয়ন্ত্রণে থাকা নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়।
এর পর থেকে আতঙ্কিত আর্মেনীয়রা ওই অঞ্চল ছেড়ে প্রতিবেশী আর্মেনিয়ার চলে যাচ্ছেন। আজারবাইজান বলেছে, তারা জাতিগত আর্মেনীয়দের ‘সব অধিকার দিয়ে’ মূল ধারায় অন্তর্ভুক্ত করতে চায়, কিন্তু স্থানীয়রা তা বিশ্বাস করছে না। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)