অ্যান্থনি আলবানিজ শনিবার সাংহাইয়ে যান। ২০১৬ সালের পর চীনে এটিই কোনও অস্ট্রেলীয় নেতার প্রথম সফর।
Published : 06 Nov 2023, 09:45 PM
বিরোধ ভুলে চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এরপরই চীনের সঙ্গে সম্পর্কে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে সপ্রশংস মন্তব্য করেছেন তিনি।
বিবিসি জানায়, আলবানিজ গত শনিবার সাংহাইয়ে যান। ২০১৬ সালের পর চীনে এটিই কোনও অস্ট্রেলীয় নেতার প্রথম সফর।
বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিরোধের বরফ গলাতে আলবানিজের চার দিনের এই চীন সফরকে অত্যন্ত গুরুত্ববহ হিসাবেই দেখা হচ্ছে।
দুই নেতার আলোচনার শীর্ষে আছে বাণিজ্য। আলবানিজ অস্ট্রেলিয়ার পণ্যের ওপর থেকে চীনা শুল্ক অপসারণের আহ্বান জানাচ্ছেন।
ওদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অস্ট্রেলিয়ার মূল বাণিজ্য খাতগুলোতে আরও বেশি চীনা পণ্য প্রবেশের জন্য অনুরোধ জানাবেন বলেই মনে করা হচ্ছে।
বৈঠকে শি এবং আলবানিজ দুই নেতাই কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর এবার নিজ নিজ দেশের ‘পারষ্পরিক স্বার্থের’ জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, দেশের গ্রেট হল অব দ্য পিপলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট শি বলেন, “চীন এবং অস্ট্রেলিয়া বিশ্বস্ত অংশীদার হওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে এবং সম্পর্ক উন্নয়নে সঠিক পথেই রয়েছে।”
চীন-অস্ট্রেলিয়া মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনার পথ পুরোপুরি সুগম করার ব্যাপারে বেইজিং আশাবাদী বলে আলবানিজকে জানান শি।