ফ্রান্সের নাগরিক দেমিয়েঁ গেহোত অস্ট্রেলিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। এক মাসের মধ্যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা।
Published : 16 Apr 2024, 03:02 PM
সিডনির বন্ডি শপিংমলে হামলাকারী বড় একটি ছুরি হাতে যখন এস্কেলেটর বেয়ে উপরে উঠছিল তখন বোলার্ড উঁচিয়ে ধরে তার দিকে ধেয়ে যান সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি। প্রচণ্ড সাহসের সঙ্গে হামলাকারীকে বাধা দেওয়া দেমিয়েঁ গেহোতকে ‘নায়ক’ বলে বর্ণনা করা হয়েছে।
বিবিসি জানায়, ফ্রান্সের নাগরিক গেহোতের অস্ট্রেলিয়ার ভিসার মেয়াদ একমাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা।
গত শনিবার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনের একটি শপিংমলে জোয়েল কাউচি নামের এক ব্যক্তি ছুরিহাতে হামলা চালিয়ে ছয় জনকে হত্যা করে। তার হামলায় আরও ১২ জন আহত হন। পরে পুলিশের গুলিতে কাউচি নিহত হয়। সেদিন কাউচি মূলত নারীদের আক্রমণ করেছিলেন।
সেদিন হামলার ছোট্ট একটি ভিডিও অনলাইনে বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, কাউচি ছুরি হাতে একটি এস্কেলেটর বেয়ে উপরে উঠছেন। এস্কেলেটরের উপরের দিকে থেকে একটি বোলার্ড উঁচিয়ে তার দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে যান গেহোত। হতচকিত কাউচি কয়েক পা পিছিয়ে আবার ওঠার চেষ্টা করলে গেহোত আবারও তাকে বোলার্ড উঁচিয়ে উপরে আসতে বাধা দেন।
In 2018 a brave man used a shopping trolley to stop a terrorist attack in Bourke Street Melbourne. In 2024 it's a brave man with a bollard. I can think of better tools to stop a mass stabbing. pic.twitter.com/n1pAk4bHyb
— Daniel (@VoteLewko) April 13, 2024
তারপর থেকে ইন্টারনেটে ‘বোলার্ড ম্যান’ নামে পরিচিতি পেয়ে যান গেহোত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস বলেছেন, তিনি নিজে দেখবেন যেনো গেহোতের ভিসার মেয়াদ বাড়াতে কোনো সমস্যা না হয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “আমি দোমিয়েঁ কে বলতে চাই…আপনি যত দিন খুশি আমাদের এখানে থাকতে পারেন।
“তিনি এমন একজন যাকে অস্ট্রেলিয়ার নাগরিক হতে আমরা স্বাগত জানাতে চাই। যদিও এটা ফ্রান্সের জন্য ক্ষতি হবে। আমরা তার অসাধারণ সাহসীকতার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই।”
সিডনি শপিংমলে হামলাকারীর লক্ষ্যই ছিল নারীরা: পুলিশ
পেশায় নির্মাণশ্রমিক গেহোত বলেন, তিনি এবং তার এক বন্ধু কোনো কিছু চিন্তা না করেই হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেন।
“আমরা তাকে আসতে দেখি…আমাদের মনে হয়েছিল আমাদের তাকে থামানো উচিত।”
গেহোতের বাধার মুখে কাউচি এস্কেলেটর দিয়ে দৌড়ে নিচে নেমে পালিয়ে যান।
গেহোতে বলেন, “আমরা খুব সম্ভবত তার দিকে বোলার্ড ছুড়ে মারার চেষ্টা করেছিলাম। কিন্তু তার নাগাল পাইনি।”