শনিবারের হামলায় আহত চারজন হাসপাতাল ছেড়েছেন। বাকি আটজনের চিকিৎসা এখনও চলছে।
Published : 15 Apr 2024, 02:39 PM
অস্ট্রেলিয়ার সিডনির একটি শপিংমলে গত শনিবার ছুরিহাতে হামলা চালানো ব্যক্তি বেছে বেছে নারীদের উপরই আক্রমণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের গুলিতে নিহত ৪০ বছরের জোয়েল কাউচির হামলায় নিহত ছয় জনের মধ্যে পাঁচজনই নারী। একটি শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার এবিসি নিউজকে বলেন, “নিশ্চিতভাবেই কাউচির লক্ষ্য ছিলেন নারীরা। হামলার ভিডিওগুলো সে কথাই বলছে, তাই না?
“আমি নিশ্চিত, তদন্তকারীরাও নিশ্চিত…হামলাকারী পুরুষদের এড়িয়ে গেছেন এবং নারীদের উপর আক্রমণ করেছেন।”
কাউচির হামলায় নিহত একমাত্র পুরুষ হচ্ছেন নিরাপত্তারক্ষী ফারাজ তাহির (৩০)। যিনি কাউচিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। পাকিস্তানি শরণার্থী তাহির ‘অল্প সময়ের জন্য’ অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন।
হামলাকারী কী কারণে বেছে বেছে নারীদেরই আক্রমণ করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা। এজন্য তারা কাউচির পরিচিতদের সঙ্গে কথা বলছেন।
শনিবারের হামলায় আহত চারজন হাসপাতাল ছেড়েছেন। বাকি আটজনের চিকিৎসা এখনো চলছে।
এর আগে কর্তৃপক্ষরা বলেছিলেন, কাউচি খুব সম্ভবত ‘মানসিক অসুস্থতায় ভুগছিলেন’।
কুইন্সল্যান্ড পুলিশ জানায়, ১৭ বছর বয়সে কাউচি প্রথম মানসিক অসুস্থতার চিকিৎসা নেন। কুইন্সল্যান্ড পুলিশ তার সম্পর্কে জানলেও কখনো তিনি গ্রেপ্তার হননি বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি।