লিবিয়ায় তদন্ত শুরু করছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ

লিবিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত আগামী সপ্তাহেই শুরু করা হবে বলে শুক্রবার জানিয়েছেন জাতিসংঘ তদন্তকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2011, 05:50 AM
Updated : 8 April 2011, 05:50 AM
জেনেভা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত আগামী সপ্তাহেই শুরু করা হবে বলে শুক্রবার জানিয়েছেন জাতিসংঘ তদন্তকারীরা।
৪৭ টি সদস্যদেশের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ২৫ ফেব্র"য়ারিতে লিবিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত অনুমোদন করেছে।
লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনী এবং বিদ্রোহী বাহিনী দুপক্ষেরই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে আমেরিকার যুদ্ধপরাধ বিশেষজ্ঞ শেরিফ বাসিওনির নেতৃত্বে রোববার লিবিয়া যাবে ৩ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিশন।
তবে তদন্তে বিশেষ করে খতিয়ে দেখা হবে গাদ্দাফি বিরোধীদের ওপর বিমান হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো।
জেনেভার মানবাধিকার ফোরাম ইতোমধ্যেই লিবিয়ায় সাধারণ মানুষের ওপর হামলা, হত্যাযজ্ঞ, গ্রেপ্তার, আটকাভিযান এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের নিন্দা করেছে।
এ সমস্ত কর্মকাণ্ড মানবাধিকারের বিরুদ্ধে অপরাধের শামিল বলে জানিয়েছে তারা।
জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে বাসিওনি বলেছেন, "আমরা লিবিয়ার পূর্ব ও পশ্চিম দু'অঞ্চলেই যাবো। তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। আর আমরা তাইই করতে চাই। আমরা রোববার জেনেভা ছেড়ে যাবো। আশা করছি এ মাস শেষেই ফিরে আসবো।"
তিনি জানান, তদন্ত দল সাক্ষ্য জোগাড় করবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সহযোগিতা করবে। আইসিসি'র কৌসুলি লুইস মোরেনো ওকাম্পো গাদ্দাফিসহ তার আত্মীয় ও ঘনিষ্ঠজনদের সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৬ ঘ.