পূর্ব আনাতোলিয়ান ফল্ট বিপজ্জনক, আগেই বলেছিলেন ভূমিকম্পবিদরা

তুরস্কের দক্ষিণ–পূর্ব সীমান্তের দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম বরাবর এই ফল্টের অবস্থান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 02:43 PM
Updated : 6 Feb 2023, 02:43 PM

তুরস্কে হাজারো মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তিস্থল অস্থিতিশীল এক ভূপ্রাকৃতিক অঞ্চলের আশেপাশে। সেই অঞ্চলটিকে বলা হয়, পূর্ব আনাতোলিয়ান ফল্ট।

বিবিসি জানায়, তুরস্কের দক্ষিণ–পূর্ব সীমান্তের দক্ষিণ পশ্চিম থেকে উত্তর-পশ্চিম বরাবর এই ফল্টের অবস্থান।

ভূমিকম্প হওয়ার জন্য ফল্ট লাইন বড় ভূমিকা রাখে। ভূমিকম্পবিদরা তুরস্কের ওই পূর্ব আনাতোলিয়ান ফল্টকে অনেক আগেই খুব বিপজ্জনক বলে শনাক্ত করেছিলেন।

যদিও গত ১০০ বছরের বেশি সময় ধরে সেখানে উল্লেখ করার মতো কোনও সক্রিয়তা চোখে পড়েনি। তবে তুরস্কের ইতিহাসে ভয়াবহ কয়েকটি ভূমিকম্পের জন্য দায়ী এই পূর্ব আনাতোলিয়ান ফল্ট।

বিশেষ করে ১৮৮২ সালের ১৩ অগাস্টের ভূমিকম্পের কথা উল্লেখ করা যায়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪; যা আজকের ভূকম্পনের চেয়ে সামান্য কম। ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ৮।

এ ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে বেড়ে ১,০০০ ছাড়িয়েছে এবং আহত পাঁচ হাজার ৩শ’ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ১৯৩৯ সালের পর থেকে তুরস্কে এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ।