পাকিস্তানে নৌকা ডুবে ১০ শিশু শিক্ষার্থীর মৃত্যু

একটি মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে নিয়ে টান্ডা হ্রদের কাছে পিকনিক করতে গিয়েছিলেন।

রয়টার্স
Published : 29 Jan 2023, 12:37 PM
Updated : 29 Jan 2023, 12:37 PM

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রোববার নৌকা ডুবে একটি মাদ্রাসার ১০ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এখনো নিখোঁজ আরো আট শিক্ষার্থী।

স্থানীয় কর্মকর্তারা জানান, নৌকা ডুবে যাওয়ার পর পানি থেকে ১১ শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও তাদের মধ্যে সাত শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব শিশুদের বয়স সাত থেকে ১৪ বছরের মধ্যে বলে জানায় বিবিসি।

কোহয়াত জেলার কমিশনার মাহমুদ আসলাম বলেন, একটি মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে নিয়ে টান্ডা হ্রদে কাছে পিকনিক করতে গিয়েছিলেন।

যে নৌকাটি ডুবে যায় সেটিতে প্রায় ৩০টি শিশু ছিল বলেও জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিখোঁজদের উদ্ধার কাজে পাকিস্তান সেনাবাহিনীর ডুবুরিরা সহায়তা করছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজদের উদ্ধারে টান্ডা হ্রদে ডুবুরিদের কাজ করতে দেখা যায়।

Also Read: বেলুচিস্তানে সেতুর পিলারে ধাক্কা খেয়ে বাস খাদে, নিহত অন্তত ৪১

এদিন পাকিস্তানে আরো বড় একটি দুর্ঘটনা ঘটেছে। বেলুচিস্তানে একটি সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস খাদে পড়ে ৪১ জন নিহত হয়। ৪৮ আরোহী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।