২০১৮ সালে সুপ্রিম কোর্টের একটি আদেশের ভিত্তিতে ভারতে সমকাম এখন আর অপরাধ নয়।
Published : 12 Mar 2023, 11:00 PM
সমকামী বিয়েতে আইনি বৈধতার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে এলজিবিটি জুটিদের করা আবেদনের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত সরকার।
ভারতের আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাদের লিখিত বক্তব্য আদালতে জানানো হয়েছে। তাদের সেই বক্তব্য জনসম্মুখে প্রকাশ করা না হলেও তার একটি অনুলিপি বার্তা সংস্থা রয়টার্সের হাতে পড়েছে।
সেখানে বলা হয়, সমাজে হয়ত সম্পর্কের বিভিন্ন রূপ রয়েছে। কিন্তু বিবাহের ক্ষেত্রে বিপরীত লিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতি আছে এবং রাষ্ট্র সেটির বৈধতা বজায় রাখতেই আগ্রহী।
তাদের যুক্তি, ‘‘সমকামী মানুষদের জীবনসঙ্গী হিসেবে একসঙ্গে বাস করা এবং নিজেদের মধ্যে যৌন সম্পর্ক গড়ে তোলা ভারতীয় পরিবারতন্ত্রের ধারণার সঙ্গে মেলানো যায় না। ভারতীয় পরিবার একজন স্বামী, একজন স্ত্রী ও সন্তানদের নিয়ে গড়ে ওঠে।
‘‘সুপ্রিম কোর্টও তাই ধর্মীয় ও সামাজিক রীতিনীতির সঙ্গে গভীরভাবে জড়িত দেশের সমগ্র আইনি নীতি পরিবর্তন করতে বলতে পারে না।”
ভারতের সুপ্রিম কোর্ট এর আগে ২০১৮ সালে ঐতিহাসিক এক রায়ে ঔপনিবেশিক আমলে সমকামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে করা একটি আইন বাতিল করে। ওই রায়ের ফলে দেশটিতে সমকামিতা এখন আর আইনের চোখে অপরাধ নয়।
এখন এলজিবিটি জুটিরা বিয়ের আইনি বৈধতা চাইছে। যা দেশটিতে সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় আরও একধাপ অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সমকামী বিয়ের বৈধতা চেয়ে গত কয়েকমাসে সুপ্রিম কোর্টে অন্তত ১৫টি আবেদন জমা পড়েছে। যাদের মধ্যে সমকামী পুরুষ জুটিও রয়েছেন।
রয়টার্স তাদের কয়েকজন এবং তাদের কয়েকজনের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
১৪০ কোটি মানুষের দেশ ভারতে সমকাম এখন আর অপরাধ না হলেও সমাজে এখনও বিষয়টি ট্যাবু এবং মানুষ এটা নিয়ে কথা বলতে চায় না।