বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৩৯ শতাংশ ভোট।
Published : 09 Feb 2024, 06:52 PM
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে শনিবারের ভোটে আট প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে।
শনিবার খানিকটা অপ্রত্যাশিতভাবে ৪৬ শতাংশের বেশি ভোট পেয়ে সবার থেকে এগিয়ে যান বিরোধীদলীয় জোটকে সমর্থন দেওয়া প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ মুইজ্জুক। ভোটের আগে তিনি ‘ভারত খেদাও’ প্রচার চালিয়ে আলোচনায় আসেন।
বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। যদিও ভোটের আগের জনমত জরিপগুলোতে তার এগিয়ে থাকার আভাস পাওয়া গিয়েছিল। নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট সোহিল ‘ভারত প্রথম’ নীতি অনুসরণ করে গেছেন।
পর্যটন নির্ভর দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে চীন ও ভারতের মধ্যে আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াই হিসেবে দেখা হচ্ছে। দেশটির বিরোধীজোট চীনঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মুইজ্জু নির্বাচিত হলে দ্বীপপুঞ্জটিতে ভারতের সামরিক উপস্থিতি অবসানের প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী জোট। তিনি বলেছেন, মালদ্বীপে ভারতের যে কয়েকটি নজরদারি বিমান ও প্রায় ৭৫ জন সেনা আছেন তাদের সবাইকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।
সংবাদসূত্র: বিবিসি, রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)