পাকিস্তানে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর পদত্যাগের ঘোষণা

এক টুইটে রাজনীতি থেকে ছুটিতে যাবেন বলে জানিয়েছেন পিটিআই এর ভাইস প্রেসিডেন্ট এবং ইমরানের ডানহাত ফাওয়াদ চৌধুরী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2023, 03:08 PM
Updated : 24 May 2023, 03:08 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য আরও একটি দুঃসংবাদ। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর কমপক্ষে দুই ডজন মন্ত্রী ও এমপি’র পর এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের উর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী।

জিও নিউজ জানায়, বুধবার এক টুইটে রাজনীতি থেকে ছুটিতে যাবেন জানিয়ে তিনি বলেছেন, “আমি ইমরান খান থেকে দূরে সরে যাচ্ছি। দলের পদ থেকে পদত্যাগ করছি।”

গত ৯ মে ইমরান খান কাদির খান ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হওয়ার পর দলের কর্মী ও সমর্থকরা দেশজুড়ে প্রায় সব সরকারি ভবন এবং সামরিক স্থাপনায় যে হামলা চালিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে ফাওয়াদ এ ঘোষণা দেন।

ফাওয়াদ চৌধুরী ইমরান খানের আমলে তথ্য ও আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং বিরোধী দলে যাওয়ার পর ইমরান খানের ডান হাত ছিলেন।

দলের প্রধান মুখপাত্রের দায়িত্বও তিনি পালন করেছেন। তার পদত্যাগের ঘোষণা পিটিআইয়ের জন্য আরেকটি বড় ধাক্কা।