ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের একবছর পূর্তির আগে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে এই সফর করলেন ৷
Published : 20 Feb 2023, 03:44 PM
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তির কয়েকদিন আগেই কিইভে আকস্মিক সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷
বাইডেনের সফরের সময় ইউক্রেইনের রাজধানী কিইভজুড়ে সতর্কতা সাইরেন বেজেছে। তবে সেখানে রাশিয়ার কোনও ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা চলেনি।
নিরাপত্তাজনিত কারণে বাইডেনের ইউক্রেইন সফরের কথা আগে ঘোষণা করা হয়নি৷ ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর সেখানে এটিই বাইডেনের প্রথম সফর। এরই মধ্যে বাইডেনের সঙ্গে ছবিও প্রকাশ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইউক্রেইনে বাইডেন এই গোপন সফরে গেছেন পোল্যান্ডের সীমান্ত থেকে ট্রেনে করে। গত শনিবার রাতে বাইডেন একটি রেস্তোঁরায় স্ত্রী জিলের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর বিনা নোটিশেই ওয়াশিংটন ছাড়েন।
পূর্ব ইউরোপে বাইডেন তার নির্ধারিত সফরে থাকার সময় ইউক্রেইনে যাবেন- কর্মকর্তারা সেকথা আগে থেকে জানাননি। বরং রোববার রাতে হোয়াইট হাউজ সোমবারের একটি সরকারি শিডিউল প্রকাশ করে জানায়, প্রেসিডেন্ট এখনও ওয়াশিংটনে আছেন এবং সন্ধ্যায় তিনি ওয়ারশ’ যাচ্ছেন। অথচ বাইডেন ততক্ষণে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন।
ইউক্রেইন সফর শেষে বাইডেনের পোল্যান্ডে তিনদিনের সফর শুরু করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির আগে দিয়ে কিইভে বাইডেনের সফরকে প্রতীকী সফর হিসাবেই দেখা হচ্ছে ৷ ইউক্রেইনকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির আগে দিয়ে কিইভে বাইডেনের সফরকে প্রতীকী সফর হিসাবেই দেখা হচ্ছে ৷ ইউক্রেইনকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
এক বিবৃতিতে তিনি বলেন, কিইভে তার সফর ইউক্রেইনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের প্রতিশ্রুতিকেই আরও সুদৃঢ় করবে।
বাইডেন আরও বলেন, “পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) প্রায় ১ বছর আগে যখন তার আগ্রাসন শুরু করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন ইউক্রেইন দুর্বল। আর পশ্চিমারা বিভক্ত। তিনি ভেবেছিলেন তিনি আমাদেরকে উৎরে যেতে পারবেন। কিন্তু তিনি ভুল করেছিলেন।”
টেলিগ্রামে এক পোস্টে বাইডেনের সঙ্গে হাত মেলানোর ছবি প্রকাশ করেছেন জেলেনস্কি। সেখানে তিনি লেখেন, “জোসেফ বাইডেন, কিইভে আপনাকে স্বাগতম! আপনার এই সফর সব ইউক্রেইনীয়র জন্য সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক।”
রাশিয়ার আগ্রাসন সাহসের সঙ্গে প্রতিরোধ করে যাওয়ার জন্য ইউক্রেইনীয়দের প্রশংসা করেছেন বাইডেন। তিনি বলেন, “ইউক্রেইনকে যে মূল্য দিতে হয়েছে তা খুবই চড়া। এ পর্যন্ত ত্যাগ স্বীকারও করতে হয়েছে অনেক… আমরা জানি আগামী সপ্তাহ, বছরগুলোতে কঠিন দিন সামনে আছে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেইনের জন্য আরও ৫০ কোটি ডলারের অস্ত্র গোলাবারুদ, ট্য্যাংক-বিধ্বংসী অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা রাডার সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও অঙ্গীকার করেছেন।