কেরালায় বর্জ্য প্লান্টে আগুন, বিষাক্ত ধোঁয়ায় ছেয়েছে আকাশ

ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের ব্রহ্মপুরম বর্জ্য কারখানায় লাগা এই আগুনের সূত্রপাত হয় গত সপ্তাহে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 12:15 PM
Updated : 6 March 2023, 12:15 PM

ভারতে দমকল কর্মীরা কয়েকদিন ধরে কেরালা রাজ্যের কোচি শহরের ব্রহ্মপুরম বর্জ্য কারখানায়লাগা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের কারণে কোচি শহরের আকাশ বিষাক্ত কালো ধোঁয়ায় ভরে গেছে।

বিবিসি জানায়, কেরালার স্থানীয় ওই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে গত সপ্তাহে আগুনের সূত্রপাত হয়। ময়লার এই কারখানায় প্রতিদিন টন টন বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়।

আগুনের প্রচণ্ড ধোঁয়ার কারণে এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। আর বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের স্কুলও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার রাজ্য সরকার জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং শীঘ্রই তা নিভে যাবে।

ভারতে প্রায়ই বিশাল ময়লার ভাগাড়ে আগুন লাগার খবর পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রে পচনশীল বর্জ্য থেকে সৃষ্ট মিথেনের কারণে আগুন লাগে। 

কর্মকর্তারা বলছেন, বছরের এ সময়টিতে প্রচণ্ড গরমের কারণে এখানে আগুন লাগা সাধারণ ঘটনা। স্থানীয়রা এর আগে প্লাস্টিক পোড়ানো এবং এ থেকে স্বাস্থ্য ঝুঁকির বিরুদ্ধে বিক্ষোভ করেছিল।

কী কারণে বর্জ্য প্লান্টে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। একজন অগ্নিনির্বাপন কর্মী প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেছেন, বর্জ্যের নিচে প্লাস্টিকের স্তর উত্তপ্ত হয়ে উঠেছে।

আগুনের ধোঁয়ার কারণে অনেক দমকল কর্মীর বমি বমি ভাব এবং মাথা ঘোরার লক্ষণ দেখা গেছে। বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থেকে দমকল বাহিনীর অন্তত ২০ জনের শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বয়স্ক ব্যক্তি, শিশু, গর্ভবতী মহিলা এবং শ্বাসকষ্টে ভোগা লোকজনদেরকে ধোঁয়ার সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।