ভারতের রাজস্থানে দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।
প্রশিক্ষণ ফ্লাইট চলার সময় বৃহস্পতিবার রাতে রাজস্থানের বারমার এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী বলেছে, “আজ সন্ধ্যায় (বৃহস্পতিবার) রাজস্থানের উতরলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ ফ্লাইটের জন্য একটি দুই আসনের মিগ-২১ প্রশিক্ষক বিমান উড্ডয়ন করেছিল। রাত ৯টা ১০ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে। এত মারাত্মকভাবে আহত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়।”
এ দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
মিগ-২১ সোভিয়েত আমলের এক ইঞ্জিনের একটি বহুমুখি যুদ্ধবিমান। স্থল হামলায় পারদর্শী এ জঙ্গি বিমানগুলো একসময় ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড ছিল।
দুর্বল নিরাপত্তা রেকর্ডের কারণে আগামী এক দশকের মধ্যে এসব বিমান দেশটির বিমান বাহিনীর বহর থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।