মুম্বাইতে রণবীর কাপুরের ছবির সেটে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

রণবীর ও শ্রদ্ধা কাপুরের শিগগিরই এখানে শ্যুটিং করার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডের জন্য তাদের শ্যুটিং পিছিয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2022, 10:39 AM
Updated : 30 July 2022, 10:39 AM

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের আসন্ন একটি ছবির সেটে ব্যাপক অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টের চিত্রকূট স্টুডিওতে এ ঘটনা ঘটে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

মুম্বাইয়ের কুপার হাসপাতালের চিকিৎসক সাদাফুলে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৩২ বছর বয়সী একজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি ও ভিডিওতে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি উঠতে দেখা গেছে।

মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে, রাত প্রায় সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রণবীর ও শ্রদ্ধার শিগগিরই এখানে শ্যুটিং করার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডের জন্য তাদের শ্যুটিং পিছিয়ে গেছে।

তারা এ রোমান্টিক কমেডি ছবিটির স্পেন শিডিউলের শ্যুটিং শেষ করে সম্প্রতি মুম্বাইয়ে ফিরেছেন। এক ছবিতে এবারই প্রথম অভিনয় করছেন তারা।

এই ছবির ওরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে বনি কাপুর ও ডিম্পল কাপাডিয়া অভিনয় করেছেন। ছবিটি ২০২৩ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে।