২০২৪ সালে লোকসভা ভোটের আগে হাতে আছে কয়েকমাস। তার আগে এ মাসেই বিধানসভা ভোটে নির্ধারিত হবে পাঁচ রাজ্যের ভাগ্য।
Published : 07 Nov 2023, 06:08 PM
ভারতে চলছে বিধানসভা নির্বাচন। মঙ্গলবার মিজোরাম এবং ছত্তিশগড়ে ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশটির পাঁচ রাজ্যের এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২৪ সালের লোকসভা ভোটের আগে হাতে আছে আর কয়েকমাস। তার আগে এমাসের মধ্যেই নির্ধারিত হবে ৫ রাজ্যের ভাগ্য। ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গণনা শুরু হবে আগামী ৩ ডিসেম্বর।
পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের মাধ্যমে জাতীয় নির্বাচনে কোনো দল কী অবস্থানে রয়েছে সে সম্পর্কে খানিকটা হলেও পূর্বাভাস পাওয়া যাবে।
এ মাসে ভোট হতে চলা অন্য তিন রাজ্য হল- মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানা। এর মধ্যে শুধু মধ্যপ্রদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি ক্ষমতায় রয়েছে।
প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি ছত্তিশগড় ও রাজস্থানের ক্ষমতায়। বিবিসি জানায়, মঙ্গলবার সকালে উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম এবং মধ্যাঞ্চলের রাজ্য ছত্তিশগড়ের ২০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ হয়।
গত মে মাসে মণিপুর রাজ্যে ভয়াবহ জাতিগত দাঙ্গার পর এই প্রথম দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কোনো রাজ্যে ভোট হলো। মণিপুরে দাঙ্গা দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।
মণিপুর রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি। মিজোরামের সঙ্গে এই রাজ্যের সীমানা রয়েছে। সরকারি তথ্য মতে, মে মাসের দাঙ্গার সময় মণিপুর থেকে প্রায় ১২ হাজার মানুষ প্রতিবেশী মিজোরামে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে।
এদিকে, ভারতে যে চারটি রাজ্যে বর্তমানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে তার একটি ছত্তিশগড়। সেখানে পুনরায় ক্ষমতায় আসতে দলটি মরিয়া। ছত্তিশগড়ে দুই দফায় ভোট হবে। মঙ্গলবার প্রথম দফার ভোটগ্রহণ করা হয়েছে।
ভোটার আকৃষ্ট করতে কংগ্রেস নির্বাচনী ইশতেহারে নারী, কৃষক ও আদিবাসীদের জন্য বেশ কয়েকটি ‘ওয়েলফেয়ার স্কিম’ চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।
সেখানে মঙ্গলবার যে ২০ টি আসনে ভোটগ্রহণ হয়েছে তার মধ্যে ১২টি বস্তার অঞ্চলে অবস্থিত। যে অঞ্চলটিতে মাওবাদী বিদ্রোহীদের আধিপত্য রয়েছে৷
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তাই সেখানে কয়েক হাজার আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এনডিটিভি জানায়, মঙ্গলবার সকালে রাজ্যের সুকমা অঞ্চলে বোমা বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। মাওবাদীরাই ওই বোমা পুঁতে রেখেছিল বলে ধারণা করা হয়।