মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ভারতীয় এয়ার লাইন ইন্ডিগোর ফ্লাইট ৬ই২২১১ এর দিল্লি বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা ছিল।
Published : 28 May 2024, 10:27 AM
কিছুক্ষণের মধ্যেই উড়াল দিতে চলা ইন্ডিগোর একটি উড়োজাহাজে বোমা হামলার হুমকির পাওয়ার জেরে মঙ্গলবার ভোরে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে রীতিমত হুলুস্থুল বেধে গিয়েছিল।
এনডিটিভি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ভারতীয় এয়ার লাইন ইন্ডিগোর ফ্লাইট ৬ই২২১১ এর দিল্লি বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই সেটিতে বোমা হামলার হুমকি পাওয়ার কারণে রানওয়ে থেকে উড়াল দেওয়ার কয়েক মিনিট আগে সেটির যাত্রা স্থগিত করা হয় এবং সব যাত্রীকে জরুরি নির্গমন পথ দিয়ে বাইরে বের করে আনা হয়।
একটি জরুরি তল্লাশি দল সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয়। যদিও তারা উড়োজাহাজটিতে সন্দেহ করার মত কিছু খুঁজে পায়নি।
পরে ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, “উড়োজাহাজটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সব ধরণের নিরাপত্তা তল্লাশির পর সন্তুষ্ট হওয়া গেলে সেটিকে পুনরায় টার্মিনালে নিয়ে যাওয়া হবে।”
ভারতে গত কয়েক সপ্তাহে স্কুল, হাসপাতাল, বিমানবন্দরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বোমা হামলার হুমকি পাওয়া নিয়ে অভিযোগ করেছে। যদিও এখন পর্যন্ত সব ক্ষেত্রেই তল্লাশির পর হুমকিগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
এনডিটিভি জানায়, গত ১৫ মে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের টয়লেটের ভেতর একটি টিস্যু পেপারের উপর ‘বোমা’ লেখা পাওয়া যায়। পরে পুলিশ উড়োজাহাজটি ভালো করে তল্লাশি করার পরও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।
আরও পড়ুন:
এবার দিল্লির ৪টি হাসপাতালকে ইমেইলে বোমা হামলার হুমকি
ইমেইলে বোমার হুমকি, দিল্লির প্রায় একশ স্কুল খালি করে তল্লাশি