ভিডিওতে দেখা যায় কুর্স্ক অঞ্চলে একটি মহাসড়ক বরাবর প্রায় ১৫ টি পুড়ে যাওয়া রুশ সামরিক ট্রাকের বহর। কয়েকটিতে ছিল মৃতদেহ।
Published : 09 Aug 2024, 09:14 PM
রাশিয়া দক্ষিণাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে বাড়তি ট্যাংক, কামান ও রকেট পাঠিয়েছে। সেখানে ঢুকে পড়া ইউক্রেইনের সেনাদের সঙ্গে টানা চতুর্থ দিনের মতো চলা লড়াই সামাল দিতে শুক্রবার রাশিয়া সেখানে শক্তি বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে।
স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইউক্রেইনের হামলা শুরুর সময় থেকে হওয়া ক্ষয়ক্ষতির নতুন আলামত দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিওর সত্যাসত্য যাচাই করেছে।
ভিডিওতে দেখা যায় কুর্স্ক অঞ্চলে একটি মহাসড়ক বরাবর প্রায় ১৫ টি পুড়ে যাওয়া রুশ সামরিক ট্রাকের বহর। কয়েকটিতে ছিল মৃতদেহ।
ইউক্রেইনীয় বাহিনী মঙ্গলবার রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ে। তাদের এই অনুপ্রবেশ রুশ বাহিনীকে হতবাক করেছে। মস্কো বাহিনী কয়েকমাস ধরে ইউক্রেইনের পূর্বাঞ্চলে অগ্রসর হওয়ার পর ঘটে কুর্স্কে ইউক্রেইন সেনা অনুপ্রবেশের এ ঘটনা।
রাশিয়া ইউক্রেইনে প্রায় আড়াইবছর আগে আগ্রাসন শুরুর পর রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী এই ঘটনাকে ইউক্রেইনের ‘আগ্রাসন’ আখ্যা দিয়েছে।
ইউক্রেইনের সেনাদের অগ্রগতি রুখে দেওয়া হয়েছে বলে রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গ্যারিসমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেছিলেন। কিন্তু এর দুইদিন পরই রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী রাশিয়ার মাটিতে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীকে প্রতিহত করতে লড়াই করে যাচ্ছে।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে বলেছে, রাশিয়া ওই অঞ্চলে বাড়তি মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম, কামান এবং ট্যাংক পাঠাচ্ছে।
ইউক্রেইনের একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে হামলায় ধ্বংস হওয়া রুশ ট্রাক। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট সিস্টেম দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে পোস্টে।
তবে ইউক্রেইনের সেনাবাহিনী রাশিয়ায় এই হামলা নিয়ে নিশ্চুপ রয়েছে। যদিও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তাদের সেনাবাহিনীর প্রশংসা করেছেন রুশ বাহিনীকে চমকে দিয়ে সফলতা অর্জন করে দেখানোর জন্য।