নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখন্ডে হামলা চালাবে না ইউক্রেইন

কেবল অধিকৃত ইউক্রেইন ভূখন্ডে রাশিয়ার ইউনিটগুলোকে হামলার নিশানা করা হবে, বলেছেন ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী।

রয়টার্স
Published : 5 Feb 2023, 06:05 PM
Updated : 5 Feb 2023, 06:05 PM

যুক্তরাষ্ট্রের দেওয়া দূর-পাল্লার অস্ত্র রাশিয়ার ভূখন্ডে আঘাত হানতে ব্যবহার করবে না ইউক্রেইন।

কেবল অধিকৃত ইউক্রেইন ভূখন্ডে রাশিয়ার সেনা ইউনিটগুলোকে নিশানা করা হবে বলে রোববার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকজি রেজনিকভ।

যুক্তরাষ্ট্র শুক্রবার নিশ্চিত করে জানিয়েছে যে, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে কিইভের জন্য সহায়তা প্যাকেজে নতুন একটি রকেট যোগ করা হচ্ছে। এই রকেট দিয়ে ইউক্রেইন দ্বিগুন দূরের লক্ষ্যে আঘাত হানতে পারবে।

ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, “আমরা সবসময় সরকারিভাবে আমাদের অংশীদারদের বলি যে, আমরা বিদেশি অংশীদারদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখন্ডে হামলার জন্য ব্যবহার করব না।

“আমরা কেবল সাময়িকভাবে ইউক্রেইনের অধিকৃত অঞ্চলগুলোতে রুশ ইউনিটের ওপর আঘাত হানতে এই অস্ত্র ব্যবহার করব।”

ইউক্রেইনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের বিরুদ্ধে রাশিয়া হুমকি-ধামকি দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র যত অস্ত্র ইউক্রেইনকে সরবরাহ করবে প্রতিশোধ নিতে রাশিয়া তত বেশি আক্রমণ করার হুমকি দিয়েছে। এমনকী তা পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসণের এক বছর পূর্ণ হবে। এই এক বছরের যুদ্ধে রাশিয়া উল্লেখ করার মত কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। বরং গত সাত/আট মাস ধরে সেখানে রুশ বাহিনী উল্টো চাপের মুখে আছে। তাদেরকে বেশ কয়েকটি অঞ্চলে পরাজয় দেখতে হয়েছে।