বল প্রয়োগ করে হলেও ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে চাওয়ার ট্রাম্পের হুমকির মধ্যে এ বৈঠক হয়।
Published : 08 Jan 2025, 09:04 PM
বল প্রয়োগ করে হলেও ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার এমন হুমকির মধ্যে বুধবার ডেনিশ রাজার সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার দিনশেষে তিনি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পৌঁছান। বৈঠক করতে যাওয়ার আগে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী আলোচনা পিছিয়ে গেছে বলে ঘোষণা করেছিলেন। তবে বুধবার ডেনিশ রয়্যাল কোর্ট জানায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সে অনুযায়ী, ডেনিশ রাজার সঙ্গে এদিন কোপেনহেগেনে বৈঠক হয়েছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর। তবে ডেনিশ রাজপ্রাসাদ গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজার বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
৫৭,০০০ জনসংখ্যার দেশ গ্রিনল্যান্ডে স্বায়ত্তশাসন থাকলেও ডেনমার্কের ভর্তুকির ওপর দেশটি ব্যাপকভাবে নির্ভরশীল। তাই স্বায়ত্তশাসিত হলেও ডেনমার্ক কিংডমের একটি অংশ হিসাবে রয়ে গেছে গ্রিনল্যান্ড।
গ্রিনল্যান্ডে অনেকেই ডেনমার্ক থেকে স্বাধীন হয়ে যাওয়ার স্বপ্ন দেখলেও ডেনিশ রাজা এখনও দ্বীপটিতে জনপ্রিয়। এক স্থানীয় অধিবাসী বলেন, “তিনি (রাজা) জনপ্রিয়। সুতরাং, তিনি স্পষ্টতই ডেনিশ-গ্রিনল্যান্ড সম্পর্ক রক্ষায় সহায়ক হতে পারবেন।”
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেও গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন। কিন্তু সর্বসম্প্রতি তিনি গ্রিনল্যান্ড নিতে চেয়ে যা যা বলেছেন, তাতে ডেনমার্কের অনেকেই বিস্মিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া জরুরি বলে মনে করেন ট্রাম্প। তাই তিনি এই দ্বীপ দেশটি বারবার কেনার ইচ্ছা প্রকাশ করে আসছেন।
তবে প্রতিবারই তিনি প্রত্যাখ্যাত হচ্ছেন। এই প্রত্যাখ্যানের মুখে ইদানিং গ্রিনল্যান্ড দখলে নিতে কড়া হুমকি-ধামকি দেওয়া শুরু করেছেন ট্রাম্প।
মঙ্গলবার ট্রাম্প গ্রিনল্যান্ড দিতে না চাইলে ডেনমার্কের ওপর খুবই চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এমনকি প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড নিয়ে নেওয়ার সম্ভাাবনাও তিনি নাকচ করেননি।
মঙ্গলবার ফ্লোরিডায় মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি প্রয়োগ করবেন না বলে বিশ্বকে আশ্বস্ত করতে চান কি না। উত্তরে ট্রাম্প সামরিক ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না বলে জানান।