শত শত ফ্লাইটের যাত্রা বৃহস্পতিবার বাতিল হয়েছে এবং অর্থ বাজার দ্বিতীয় দিনের জন্য বন্ধ ছিল।
Published : 03 Oct 2024, 07:48 PM
আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়লেও বেশ খানিকটা শক্তি সঞ্চয় করে থাকা ‘অদ্ভুত’ টাইফুন ক্র্যাথন বৃহস্পতিবার তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে।
ভারি বৃষ্টিপাত ও বন্যার ফলে দ্বীপটির পূর্বাঞ্চলে প্রায় ১ লাখ ৭৮ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দুই জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার শত শত ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে এবং অর্থ বাজার দ্বিতীয় দিনের জন্য বন্ধ ছিল।
ক্র্যাথন বন্দর শহর কাওসিউংয়ে দুপুরের দিকে ক্যাটাগরি ১ টাইফুন হিসেবে স্থলভাগে আঘাত হানে। প্রচণ্ড ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে সরকার জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।
সিয়াওগাং জেলার সরকারি কর্মকর্তা চৌ ই-তাং বলেন, “এটি খুবই শক্তিশালী।”
কিন্তু বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “সৌভাগ্যবশত লোকজন এবার আগে থেকেই পূর্বপ্রস্ততি গ্রহণ করে রেখেছিল।”
তবে তাইওয়ানের পার্বত্য ও জনবিরল পূর্ব উপকূলে প্রবল বৃষ্টিপাতের সময় দমকল বিভাগ দু'জনের মৃত্যুর খবর দিয়েছে। একজন গাছ কাটার সময় পড়ে যান এবং অন্যজন গাড়ির পাথরের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।
টাইফুনগুলো সাধারণত তাইওয়ানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের দিকে মুখ করে আঘাত হানে, তবে ক্র্যাথন সরাসরি পশ্চিম উপকূলে আঘাত হেনেছে এবং স্থলভাগে পৌঁছানোর আগে উপকূলে ঘোরাফেরা করেছে।
দক্ষিণ-পশ্চিম উপকূলে টাইফুন আঘাত হানার ঘটনা বিরল। তাইওয়ানের গণমাধ্যম একে 'অদ্ভুত' ঝড় বলে অভিহিত করেছে।