অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর হামলায় এক ব্যক্তি নিহত

ক্যাঙ্গারুর ধারালো দাঁত, নখর ও শক্তিশালী পা আছে, যেগুলো প্রাণীটি ‘শক্তিশালী অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে পারে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2022, 09:56 AM
Updated : 13 Sept 2022, 09:56 AM

অস্ট্রেলিয়ায় পোষা প্রাণী হিসেবে লালনপালন করা ক্যাঙ্গারুর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার পার্থ শহর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে রেডমন্ডে ৭৭ বছর বয়সী ওই ব্যক্তির বাড়িতে তাকে গুরুতর আহত অবস্থায় পায় এক আত্মীয়।

বিবিসি জানিয়েছে, গ্রামীণ ওই বাড়িতে চিকিৎসা কর্মীরা যাওয়ার পরও ওই ক্যাঙ্গারুর কারণে তারা আহত বৃদ্ধের চিকিৎসা করতে পারছিলেন না, ক্যাঙ্গারুটি তাদের বাধা দিচ্ছিল। এক পর্যায়ে পুলিশ ক্যাঙ্গারুটিকে গুলি করে মারতে বাধ্য হয়। কিন্তু ইতোমধ্যে ওই ব্যক্তিরও মৃত্যু হয়।

পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের বিশ্বাস ক্যাঙ্গারুটি ওই দিন সকালে বৃদ্ধকে আক্রমণ করেছিল।

ক্যাঙ্গারু একটি বন্যপ্রাণী। অস্ট্রেলিয়ায় প্রায় ৫ কোটি ক্যাঙ্গারু আছে। প্রাণীটি ২ মিটার লম্বা ও সর্বোচ্চ ৯০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে।

ক্যাঙ্গারুর প্রাণঘাতী হামলা চালানোর ঘটনা বিরল। অস্ট্রেলিয়ায় ১৯৩৬ সালের পর থেকে এই প্রথম একজনের ক্যাঙ্গারুর হামলায় প্রাণ হারানোর খবর হল।

তবে ক্যাঙ্গারুর ধারালো দাঁত, নখর ও শক্তিশালী পা আছে, যেগুলো প্রাণীটি ‘শক্তিশালী অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে পারে বলে ক্যাঙ্গারু বিশেষজ্ঞ গ্রায়েম কলসন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানিয়েছেন।