লাওসে সবশেষ এক অস্ট্রেলীয় পর্যটকের মৃত্যু নিয়ে বিষক্রিয়ায় মোট চার পর্যটকের মৃত্যু হয়েছে। সন্দেহ করা হচ্ছে মিথানলযুক্ত পানীয় বা মদ পানে তাদের মৃত্যু হয়েছে।
Published : 21 Nov 2024, 10:52 PM
লাওসের পর্যটন শহর ভ্যাং ভিয়েংয়ে বিষক্রিয়ায় আরও এক পর্যটকের মৃত্যু হয়েছে। ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই পর্যটকের নাম বিয়ানকা জোনস। এ নিয়ে বিষক্রিয়ায় চতুর্থ পর্যটকের মৃত্যু হল। সন্দেহ করা হচ্ছে মিথানলযুক্ত পানীয় পানে তাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিয়ানকা জোনসের পরিবার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবিসি জানায়, এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ গণমাধ্যমকে জানিয়েছিল, ভ্যাং ভিয়েং শহরে একজন আমেরিকানের মৃত্যু হয়েছে।
তাছাড়া ১৯ এবং ২০ বছর বয়সী দুই ড্যানিশ নারীও লাওসে গত সপ্তাহে মারা গিয়েছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তাদের মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।
তবে সংবাদ প্রতিবেদন এবং অনলাইনে অন্যান্য পর্যটকদের সাক্ষ্য থেকে ধারণা করা হচ্ছে, এই পর্যটকরা মিথানলযুক্ত পানীয় বা মদ পান করেছিলেন। এই পদার্থ প্রায়ই ভেজাল মদে পাওয়া যায়।
মারা যাওয়া অস্টেলীয় পর্যটক বিয়ানকা জোনসের বন্ধু হলি বোলস এবং আরও একজন ব্রিটিশ নারী বিষক্রিয়ার ঘটনায় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলেও জানিয়েছে বিবিসি।
নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে বলেছে, তাদের একজন নাগরিকও সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রণালয়ও এক ডাচ পর্যটককে হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছে। তবে বলেছে, তার অবস্থা স্থিতিশীল। অন্য আরও অনেকে কীভাবে অসুস্থ হল তা এখনও স্পষ্ট নয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নাগরিক বিয়ানকা জোনসের মৃত্যুর পর বলেছেন, ‘পররাষ্ট্র দপ্তর জোনসের মৃত্যুর খবর নিশ্চিত করছে। এ মুহুর্তে আমাদের প্রথম চিন্তা তার পরিবার এবং বন্ধু-বান্ধব, যারা অত্যন্ত শোকাহত হয়েছেন। সন্তান হারানো প্রতিটি বাবা-মায়ের জন্যই সবচেয়ে খারাপ আতঙ্ক, একটি দুঃস্বপ্ন, যার মধ্য দিয়ে কারোই যাওয়া উচিত নয়।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর বলেছে, তারা তাদের নাগরিকের মৃত্যুর পর পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রেখেছে। মৃত্যুর কারণ বের করা স্থানীয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। ওদিকে, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য কর্তৃপক্ষ প্রত্যেকেই তাদের নিজ নিজ নাগরিকদের লাওসে অ্যালকোহল সেবনের সময় মিথানল বিষাক্ততার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।