ডনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হতে চলা জে ডি ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুরি হতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় তেলেগু বংশোদ্ভূত 'সেকেন্ড লেডি।'
Published : 07 Nov 2024, 05:48 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয়ে রিপাবলিকান শিবিরে বইছে আনন্দের জোয়ার। এই আনন্দের ছোঁয়া লেগেছে ভারতের নিভৃত একটি গ্রামেও। কারণ, ঊষা চিলুকুরি ভ্যান্স।কিন্তু কে তিনি?
ডনাল্ড ট্রাম্পের রানিং মেট অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট হতে চলা জে ডি ভ্যান্সের স্ত্রী হচ্ছেন এই উষা চিলুকুরি। ফলে তিনি হতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় তেলেগু বংশোদ্ভূত 'সেকেন্ড লেডি।'
৩৮ বছর বয়সী উষা চিলুকুরির আদি নিবাস ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে। যুক্তরাষ্ট্রে তার নতুন উপাধি পেতে চলাই উৎসবের আমেজ তৈরি করেয়েছে পশ্চিম গোদাবরি জেলার ভাদলুরু গ্রামে। সেখানেই উষার পরিবারের শেকড়।
তাই প্রথম একজন ভারতীয়-আমেরিকান যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি হতে চলায় আপ্লুত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জেডি ভ্যান্সের বিজয়কে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করে চন্দ্রবাবু নাইডু এক্স এক পোস্টে লেখেন, “যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি জেডি ভ্যান্সকে আন্তরিক অভিনন্দন জানাই।
“তার জয় আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ তার স্ত্রী ঊষা প্রথম তেলুগু বংশোদ্ভূত আমেরিকান সেকেন্ড লেডি হতে চলেছেন।”
বিশ্বজুড়ে তেলেগু সম্প্রদায়ের জন্য এটি খুব গর্বের মুহূর্ত বলে বর্ণনা করে নাইডু জেডি ভ্যান্স এবং ঊষাকে অন্ধ্র প্রদেশে আমন্ত্রণ জানানোর অপেক্ষায় আছেন বলে জানান।
বছর ৪০-এর জে ডি ভ্যান্স ওহাইওর সেনেটর এবং প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার বসতে চলা ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট। ২০১৪ সালে ভ্যান্স ইয়েল থেকে আইনে স্নাতক করা উষা চিলুকুরিকে বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।
উষার বাবা-মা রাধাকৃষ্ণ চিলুকুরি ও লক্ষ্মী চিলুকুরি ১৯৮০ সালে আমেরিকায় চলে যান। তাদের তিন সন্তানের একজন উষা। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় তার জন্ম ও বেড়ে ওঠা। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি আছে উষার। এর পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। এরপর তিনি ইয়েল ল স্কুলে যোগ দিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি