নৌ ও বিমান বাহিনীকে ব্যবহার করে তাইওয়ানকে ঘিরে ফেলার অনুকরণে চলা এই মহড়াকে বেইজিং তাইপের জন্য ‘কঠোর হুঁশিয়ারি’ বলছে।
Published : 09 Apr 2023, 01:52 PM
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের গত সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে স্বশাসিত দ্বীপটির আশপাশে দ্বিতীয় দিনের মতো নৌ মহড়া চালাচ্ছে চীন।
নৌ ও বিমান বাহিনীকে ব্যবহার করে তাইওয়ানকে ঘিরে ফেলার অনুকরণে চলা এই মহড়াকে বেইজিং তাইপের জন্য ‘কঠোর হুঁশিয়ারি’ বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
রোববার মহড়ার দ্বিতীয় দিনেও দ্বীপটির আশপাশ দিয়ে কয়েক ডজন চীনা বিমান উড়ে গেছে; দ্বীপের কাছে ৯টি যুদ্ধজাহাজও শনাক্ত হয়েছে বলে তাইওয়ানের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
চীনের এই ‘জয়েন্ট সোর্ড’ মহড়া সোমবার শেষ হওয়ার কথা।
মহড়া এরই মধ্যে তাইওয়ানের কর্মকর্তাদের তাঁতিয়ে দিয়েছে। শনিবার তাইপেতে দ্বীপটির প্রতিরক্ষা কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, বেইজিং সাইয়ের সফরকে তাদের মহড়ার অজুহাত হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে।
এই ধরনের মহড়া তাইওয়ান প্রণালীর শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষতি করছে বলেও মন্তব্য করেন তারা।
যুক্তরাষ্ট্র সফরে সাই এবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠক করেন।
শনিবার মহড়ার শুরুর দিন পিংটান দ্বীপের কাছ দিয়ে যাওয়ার সময় এক চীনা যুদ্ধজাহাজকে গোলা ছুড়তে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাইওয়ানের সবচেয়ে কাছের চীনা ভূখণ্ডই হচ্ছে পিংটান।
স্বশাসিত দ্বীপটির সমুদ্র বিষয়ক পরিষদ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে তাইওয়ানের একটি জাহাজ চীনা যুদ্ধজাহাজকে অনুসরণ করছে এমনটা দেখা গেছে। কোথায় এই ঘটনাটি ঘটেছে তা জানায়নি তারা। তাইওয়ানের সমুদ্র বিষয়ক পরিষদই কোস্ট গার্ডকে পরিচালনা করে।
ফুটেজে এক নাবিককে চীনা জাহাজের উদ্দেশ্যে রেডিওর মাধ্যমে বলতে শোনা যায়, “তোমরা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুতর ক্ষতি করছো। দয়া করে এখনই দিক পরিবর্তন করে এখান থেকে চলে যাও। যদি এরপরও তোমরা অগ্রসর হও, তাহলে আমরা তোমাদেরকে সরানোর ব্যবস্থা নেবো।”
অন্য এক ফুটেজে কোস্ট গার্ডের জাহাজ সঙ্গী করে তাইওয়ানি যুদ্ধজাহাজ ডি হুয়াকে চীনা নৌযানের ‘মুখোমুখি’ অবস্থায় দেখা গেছে।
শনিবার সন্ধ্যার পরপরই চীনের মহড়া মিলিয়ে গেলেও রোববার ভোরের আগেই অনেকগুলো যুদ্ধবিমান স্বশাসিত দ্বীপটির আশপাশের এলাকা দিয়ে ওড়া শুরু করে বলে জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তারা।
রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় ৭১টি চীনা সামরিক বিমান ও ৯টি জাহাজ তাইওয়ান উপকূলের মধ্যবর্তী রেখা অতিক্রম করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ায় ম্যাককার্থির সঙ্গে সাইয়ের বৈঠক নিয়ে ‘বাড়াবাড়ি প্রতিক্রিয়া’ না দেখানোর অনুরোধ জানিয়ে ‘সংযম প্রদর্শন ও স্থিতাবস্থা না বদলাতে’ আহ্বান জানিয়েছেন।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র বেইজিংয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে এবং জাতীয় নিরাপত্তা অঙ্গীকার পূরণে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের ‘পর্যাপ্ত সম্পদ ও সক্ষমতা’ রয়েছে, জোর দিয়েই বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে বেইজিংয়ের জন্য তাইপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও দ্বীপটির সুরক্ষায় সহায়তা দিতে তারা নিজেদের আইনেই বাধ্য।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে বেশ কয়েকবার চীন তাইওয়ানে হামলা চালালে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন; তবে এমন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আসলেই কী করবে, তা এখনও স্পষ্ট নয়।
১৯৪৯ সালে গৃহযুদ্ধে কমিউনিস্টদের হাতে মার খেয়ে চীনের পুরনো শাসকরা তাইওয়ান পালিয়ে যান; এরপর থেকেই দ্বীপটি নিজেদেরকে সার্বভৌম দেশ মনে করে আসছে। বেইজিং তা মানতে নারাজ, তারা তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে।
তাইওয়ানের সঙ্গে ‘পুনরেকত্রীকরণ অবশ্যই অর্জিত হতে হবে’, একাধিকবার এই কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নিতে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে বলেও তাইওয়ানকে বারবার হুঁশিয়ার করেছে বেইজিং।