ফ্লোরিডার পাম বিচের বিজয় মঞ্চে সমর্থকদের উল্লাস, করতালির মধ্যে নির্বাচনে জয় দাবির পর এ কথা জনসম্মুখে আবারও বলেছেন ট্রাম্প।
Published : 06 Nov 2024, 03:17 PM
সমর্থকদের উল্লাস, করতালির মধ্যে বক্তব্যে ট্রাম্প অল্প কথায় গত জুলাইয়ে তার ওপর হামলার প্রসঙ্গ টেনেছেন, যখন প্রচার সমাবেশে আততায়ীর গুলি থেকে তিনি প্রাণে বেঁচে যান। তার কান ছুয়ে বেরিয়ে যায় গুলি।
সেদিন তার হত্যাপ্রচেষ্টা থেকে ‘বেঁচে যাওয়ার একটি কারণ ছিল’- নির্বাচনে জয় দাবির পর এ কথা জনসম্মুখে আবারও বলেছেন ট্রাম্প; যে কথা নির্বাচনি প্রচারের পুরো সময় জুড়েই তিনি বলে এসেছেন।
ট্রাম্প বলেন, “অনেক মানুষই আমাকে বলেছেন, যে ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন, সেটি কোনও একটি কারণের জন্যই।”
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য রাখেন রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সও।
বক্তব্যের এক পর্যায়ের ট্রাম্প ভোটারদের পাশাপাশি স্ত্রী মেলানিয়াকেও ধন্যবাদ দেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হওয়া বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তার সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষার ব্রত নিয়ে কাজ করবে।
ট্রাম্প বিভক্ত দেশকে একতাবদ্ধ করার চেষ্টা নিয়েও কথা বলেন। তিনি বলেন, “অতীতের সব বিভক্তি পেছনে ফেলে আসার এখনই সময়।”