ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে গুতেরেস যে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মূলত তার জেরেই এই বাধা দেওয়া হয়েছে।
Published : 02 Oct 2024, 07:07 PM
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে গুতেরেস যে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, মূলত তার জেরেই তাকে এই বাধা দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেছেন, “গুতেরেস একজন ইসরায়েল-বিরোধী জাতিসংঘ মহাসচিব। তিনি সন্ত্রাসীদের সমর্থন করেন।”
ইরান মঙ্গলবার প্রায় ১৮০ টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার পর স্যোশার মিডিয়া সাইট এক্সে গুতেরেস প্রতিক্রিয়া প্রকাশ করে লেখেন, তিনি মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনার মধ্য দিয়ে সংঘাত বাড়িয়ে তোলার নিন্দা জানাচ্ছেন। এই সংঘাত ‘বন্ধ হতে হবে’।
গুতেরেস আরও বলেন, এই অঞ্চলটিতে পুরোপুরিভাবে একটি যুদ্ধবিরতি দরকার।
কিন্তু গুতেরেস এসব কথা বললেও তার বক্তব্যে সুনির্দিষ্টভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি উল্লেখ করেননি। আর তাতেই চটেছে ইসরায়েল।
বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তিনি বলেন, “কেউ ইসরায়েলে ইরানের জঘন্য হামলাকে স্পষ্ট ভাষায় নিন্দা জানাতে না পারলে তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন।”
কাটজ বিশেষ করে যুদ্ধের শুরু থেকেই জাতিসংঘ মহাসচিব গুতেরেসের ইসরায়েল বিরোধী নীতির সমালোচনা করেন।