এ খবরের সত্যতা স্বীকার করে নিয়ে যোগাযোগের অভাবের দায় নিজের উপর নিয়েছেন লয়েড অস্টিন।
Published : 07 Jan 2024, 03:02 PM
অস্ত্রপচার পরবর্তী জটিলতা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে। অন্তত কয়েকদিন এই খবর জানতোই না হোয়াইট হাউজ।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের অন্তত একজন কর্মকর্তা সে দেশে বিবিসির অংশীদার সিবিএস কে বলেছেন, ৭০ বছরের অস্টিনকে গত সোমবার ওল্টার রীড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছিল। যে খবর অন্তত বৃহস্পতিবার সকাল পর্যন্ত হোয়াইট হাউজ কে জানানো হয়নি।
এ খবরের সত্যতা স্বীকার করে নিয়ে যোগাযোগের অভাবের দায় নিজের উপর নিয়েছেন অস্টিন।
তিনি বলেন, “আমি স্বীকার করছি, আমার বিষয়ে জনগণকে যথাযথ তথ্য দেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে আমি আরেকটু ভালোভাবে কাজ করতে পারতাম।
“ভবিষ্যতে আমি আরো সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘চেইন অব কমান্ডে’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঠিক পরেই প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান।
অস্টিন আরো বলেন, “এটা বলে রাখাও গুরুত্বপূর্ণ যে, এটা আমার চিকিৎসা প্রক্রিয়া ছিল এবং সে খবর প্রকাশ করা নিয়ে আমার সিদ্ধান্তের সপূর্ণ দায়ভার আমি গ্রহণ করছি।
“আমি অত্যন্ত খুশি যে আমি সুস্থ হয়ে উঠছি এবং দ্রুত পেন্টাগনে ফিরছি।”
অস্টিন এখনো হাসপাতালেই আছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, গত শুক্রবারই অস্টিন কাজে ফিরেছেন।
অস্টিন ঠিক কতটা সুস্থ হয়ে উঠেছেন এবং নিজের দায়িত্বের কতটা এই মুহূর্তে পালন করতে সক্ষম হবে তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার অস্টিনের সঙ্গে হালকা আলাপচারিতা করেছেন বলেও জানা গেছে।
এমন একটি সময়ে অস্টিনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে লুকোচুরির ঘটনাটি ঘটলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের জন্য হুমকি ক্রমশ বাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ ও ইক্রেইন যুদ্ধে ইসরায়েল ও ইউক্রেইনের জাতীয় নিরাপত্তায় মূল ভূমিকা পালন করছে। আমেরিকান জনগণের জন্যও সরকার ব্যবস্থায় এত শীর্ষ পর্যায়ের এবং প্রতিরক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখা এতটা প্রভাবশালী একজন নেতার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবহিত থাকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে চার তারকা সমৃদ্ধ অবসরপ্রাপ্ত জেনারেল অস্টিন প্রথম আফ্রিকা বংশোদ্ভূত আমেরিকান হিসেবে ২০২০ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন।
আরও পড়ুন: