গত কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চললেও এখনও চূড়ান্ত রূপ পায়নি।
Published : 11 Feb 2024, 08:44 AM
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নেওয়া চীনের আধিপত্য দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতে ওই অঞ্চলে অবস্থান শক্ত করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সে কারণে যৌথ একটি অবকাঠামো চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইউরোপের কিছু দেশের নেতারা।
শনিবারই ওই চুক্তির ঘোষণা আসতে পারে। চুক্তি হলে উপসাগরীয় এবং আরব দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপন হবে একটি রেলওয়ে নেটওয়ার্কের মধ্য দিয়ে। তাছাড়া, ওই অঞ্চলের বন্দরগুলো থেকে শিপিং লেনের মাধ্যমে ভারতের সঙ্গেও দেশগুলোর সংযোগ স্থাপন হবে।
তেমন হলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট দেশগুলোর নীতিনির্ধারকরা।
গত কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চললেও এখনও চূড়ান্ত রূপ পায়নি। জি-২০ সম্মেলনে অংশ নিতে চলেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং এ বিষয়ে কথাও বলতে পারেন বলে মনে করা হচ্ছে। সংবাদসূত্র: রয়টার্স।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)