বায়ুদূষণ: দিল্লির আশপাশের রাজ্যে নাড়া পোড়ানোয় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

এই রাজ্যগুলো হল- পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান।

রয়টার্স
Published : 7 Nov 2023, 12:27 PM
Updated : 7 Nov 2023, 12:27 PM

ভারতের রাজধানী দিল্লিতে গত এক সপ্তাহে বাতাসের গুণগত মান ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় দিল্লির আশেপাশের রাজ্যগুলোতে ফসলের নাড়া পোড়ানো বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই রাজ্যগুলো হল- পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। মঙ্গলবার জনস্বার্থে এক মামলায় শস্যের নাড়া পোড়ানোর বিষয়টি শুনানিতে তোলেন দূষণ নিয়ে মামলাকারীর আইনজীবী।

তিনি বলেন, মুখে ব্যবস্থা নেওয়ার কথা বললেও নাড়া পোড়ানো চলছে। দিল্লির আজকের অবস্থার জন্য এই খড়-বিচুলি পোড়ানোই দায়ী। 

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলোতে নাড়া পোড়ানো দীর্ঘ দিন ধরেই বিতর্ক চলে আসছে। রাজধানীতে সম্প্রতি ধোঁয়াশা দেখা দেওয়া জন্য এ বিষয়ে অভিযোগ করেছিলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই।

আদালতও গত কয়েকবছরে একইরকম নির্দেশ জারি করেছে। কিন্তু তা খুব একটা কার্যকর হয়নি। রাজ্য কর্তৃপক্ষ জরিমানার নিয়ম করার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কথা জানিয়েছে। আবার কোনও কোনও ক্ষেত্রে কৃষকরা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধাচরণ করার কারণে নির্দেশে কাজ হয়নি।

শীতের শুরু থেকে প্রতিবছরই দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ হয়। এবারও সেরকমই হয়েছে। মঙ্গলবার দুপুরে দিল্লিতে বাতাসের গুণগতমান আরও পতন ঘটেছে। একিউআই দাঁড়িয়েছে ৩০৬-এ (একিউআই ৩০০ পেরোলেই তা ভয়াবহ ক্ষতিকর বলে ধরা হয়)।

এরপরই শস্যের নাড়া পোড়ানো নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কাউল। আদেশনামায় তিনি বলেন, “আমরা পাঞ্জাব এবং দিল্লি সংলগ্ন রাজ্য- হরিয়ানা, রাজস্থান ও উত্তর প্রদেশ রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে শস্যের নাড়া পোড়ানো বন্ধ করার।”

শীতের শুরুতে অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতেই ধান বা গমের ক্ষেতগুলো থেকে ফসল তোলার পর সাধারণত পরবর্তী ফসল চাষের জন্য জমিকে পরিষ্কার করে নিতে ধান-গমের গাছের গোড়া পুড়িয়ে দেন কৃষকরা।

রাজ্যগুলোর একরের পর একর জমিতে আগুন দেওয়ার কারণে বিপুল পরিমাণ ধোঁয়া ও ক্ষুদ্র বস্তুকণা ভেসে আসে দিল্লি বাতাসে। শীতে দিল্লির কুয়াশায় ভারি বাতাসের কারণে এই সুক্ষ্ম কণা সহজে দূর না হওয়ায় বায়ুদুষণ ঘটে।

ভারতের কেন্দ্রীয় সরকারের বাতাসের মান পর্যবেক্ষণ সংস্থা এসএএফএআর এর হিসাবমতে, অক্টোবর-নভেম্বর মাসে দিল্লির ৩০ থেকে ৪০ শতাংশ বায়ুদুষণের জন্য দায়ী ফসলের এই নাড়া পোড়ানো।