ইউক্রেইন সীমান্তের কাছে বিশেষ বাহিনী মোতায়েন করছে বেলারুশ
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2022 05:53 PM BdST Updated: 11 May 2022 05:53 PM BdST
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে বিজয় দিবসের শোভাযাত্রায় বেলারুশের সেনাবাহিনী। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া
বেলারুশ ইউক্রেইনের সঙ্গে থাকা তাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কাছে তিনটি এলাকায় বিশেষ অভিযানের বাহিনী মোতায়েন করতে যাচ্ছে।
মঙ্গলবার দেশটির সশস্ত্র বাহিনী এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে যে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে, তাতে বেলারুশ থেকেও কয়েক হাজার রুশ সেনা অংশ নেয়।
ওই সেনারা বেলারুশের সঙ্গে মহড়ায় অংশ নিতে দেশটিতে গিয়েছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘সর্বাত্মক হামলার’ নির্দেশের পর তারা সীমান্ত টপকে ইউক্রেইনে ঢুকে পড়ে।
মিনস্ক পরে মার্চে জানায়, তাদের সশস্ত্র বাহিনী মিত্র রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’ অংশ নেবে না।
বেলারুশ গত কয়েক মাস ধরে তাদের সীমান্তে নেটোভুক্ত দেশগুলো সৈন্য জড়ো করছে বলে অভিযোগ করে আসছে। এর পাল্টায় মিনস্কও তার সামরিক মহড়ার পরিমাণ ও তীব্রতা বাড়িয়েছে।
রাশিয়া, ইউক্রেইন ছাড়া বেলারুশের সীমান্তলাগোয়া বাকি তিনটি দেশ হচ্ছে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া; এ তিন দেশই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য।
“যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা বেলারুশ প্রজাতন্ত্রের সীমান্তে ধারাবাহিকভাবে তাদের সামরিক উপস্থিতি গড়ে তুলছে; গত ৬ মাসে পরিমাণ ও মাত্রাগতভাবে এই সৈন্য সমাবেশ দ্বিগুণেরও বেশি হয়েছে,” বলেছেন বেলারুশের চিফ অব জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচ।
তিনি জানান, পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলে সামরিক মহড়ায় বেলারুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কামান ও ক্ষেপণাস্ত্র ইউনিটও মোতায়েন করতে যাচ্ছে।
এদিকে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, মিনস্ক যেন ইউক্রেইনে রাশিয়ার ব্যবহৃত ইস্কান্দারের মতো ক্ষেপণাস্ত্র বানাতে পারে, সেজন্য তাদেরকে সাহায্য করতে রাজি হয়েছে মস্কো।
রাশিয়ার বানানো এস-৪০০ ও এস-৩০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা ব্যবহার বেলারুশ অব্যাহত রাখতে চায় বলেও জানিয়েছেন তিনি।
“আমরা বাস্তববাদী, নেটোকে যে হারাতে পারবো না তা বুঝি আমরা। তবে আমরা ক্ষতিসাধন করতে পারবো, বিশেষ করে সেসব ভূখণ্ডের, যেখান থেকে আমরা আক্রান্ত হবো,” বলেছেন তিনি।
-
ইউক্রেইনের গম বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক
-
পশ্চিমা কোম্পানির রাশিয়া ছেড়ে যাওয়া আটকাতে আসছে নতুন আইন
-
ইরানকে ৫০ লাখ টন গম ও শস্য দিচ্ছে রাশিয়া
-
জনসনের লকডাউন পার্টিতে মাতলামি, বমি; হাতাহাতিও হয়েছিল
-
খারসন, জেপোরোজিয়ার বাসিন্দাদের নাগরিকত্ব, পাসপোর্ট দেবে রাশিয়া
-
গোলা নেই, ইউক্রেইনকে ট্যাংক দিতে দেরি হচ্ছে জার্মানির
-
নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ৬ দিনের আল্টিমেটাম ইমরানের
-
জ্বালানির ভর্তুকি তুললে আইএমএফের ৯০ কোটি ডলার পাবে পাকিস্তান
-
ইরানকে ৫০ লাখ টন গম ও শস্য দিচ্ছে রাশিয়া
-
ইউক্রেইনের গম বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক
-
পশ্চিমা কোম্পানির রাশিয়া ছেড়ে যাওয়া আটকাতে আসছে নতুন আইন
-
খারসন, জেপোরোজিয়ার বাসিন্দাদের নাগরিকত্ব, পাসপোর্ট দেবে রাশিয়া
-
জ্বালানির ভর্তুকি তুললে আইএমএফের ৯০ কোটি ডলার পাবে পাকিস্তান
-
গোলা নেই, ইউক্রেইনকে ট্যাংক দিতে দেরি হচ্ছে জার্মানির
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- দেখিয়ে দিতে চান আজার
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক