কেন এত ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া?
Published: 17 Jan 2022 11:23 PM BdST Updated: 17 Jan 2022 11:23 PM BdST
পিয়ংইয়ং বিমানবন্দর থেকে সোমবার ভোরে সমুদ্রে দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি সাধারণত এই সময়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় না। তবে কী কারণে দুই সপ্তাহের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। তার উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি।
Related Stories
জাতিসংঘ উত্তর কোরিয়াকে সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করেছে। এজন্য দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন পূর্ব এশিয়ার দেশটি বারবার সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে দেশের সুরক্ষার কথা বলে ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ বন্ধ না করার প্রতিজ্ঞা করেছেন। যা নিয়ে প্রতিবেশী দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান উদ্বেগ প্রকাশ করেছে।
উত্তর কোরিয়া কেন এ সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল?
এ বছর জানুয়ারিতে যেভাবে কয়েক দিনের ব্যবধানে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো সেটি সাধারণত হতে দেখা যায় না। উত্তর কোরিয়া সাধারণত সে দেশে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন উপলক্ষে বা যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার সময় নিজেদের ক্ষোভ প্রকাশ করতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
এ বিষয়ে আন্তর্জাতিক শান্তি বিষয়ক বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা বিবিসি-কে বলেন,উত্তর কোরিয়া সাধারণত নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখতে এবং যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকার জানান দিতে নানা ধরনের অস্ত্রের পরীক্ষায় চালায়। সর্বশেষ পরীক্ষা তাদের এই উদ্দেশ কে আরও নিশ্চিত করল।
“তবে একইসঙ্গে অভ্যন্তরীন কিছু বিষয় বিবেচনা করে কিম জং উন এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকতে পারেন। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে উত্তর কোরিয়া।এই সময়ও তিনি যে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন সেটা প্রমাণ করতেই হয়ত তিনি এবারের পরীক্ষা চালিয়েছেন।”
উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা বেশ নড়বড়ে হয়ে পড়েছে। দেশটিকে খাদ্য সংকটের সঙ্গে লড়াই করতে হচ্ছে। কোভিড-১৯ মহামারীর সংক্রমণ রুখতে উত্তর কোরিয়া নিজেদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।ফলে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে তাদের সবচেয়ে বড় মিত্র চীনের সঙ্গে বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার পথে। যদিও শিগগিরই দুই দেশের মধ্যে সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে।
সম্প্রতি কিম জং উন স্বীকার করেছেন, তার দেশ জীবন-মরণ সংকটে পড়েছে। তারপরও তিনি সামরিক শক্তি বাড়ানো এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে উত্তর কোরিয়ার সঙ্গে যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছিল, জো বাইডেন ক্ষমতায় আসার পর তা স্থবির হয়ে পড়েছে। উপরন্তু,এ মাসের শুরুতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে বাইডেন প্রশাসন গত সপ্তাহে উত্তর কোরিয়ার উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবারের পরীক্ষার পর যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণ কী চীন?
আগামী ৪ ফেব্রুয়ারি চীনের রাজধানী বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু হতে যাচ্ছে। চীনের জন্য এই আয়োজনটি রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি আসরটি তাদের আভিজাত্যের প্রকাশও বটে।
শীতকালীন অলিম্পিক আয়োজন যখন দরজায় কড়া নাড়ছে তখন কেন উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো?
টুইটারে উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ চাদ ও’ক্যারল বলেন, ‘‘আমি কল্পনা করতে পারছি, বেইজিংয়ে অলিম্পিক আসর আয়োজন যখন কড়া নাড়ছে,ঠিক সেই সময়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের পছন্দ হয়নি।
“যদি এটা চলতে থাকে তবে উত্তর কোরিয়া কোনও কারণে চীনের উপর নাখোশ হয়ে থাকার সম্ভাবনাকে আমাদের একেবারে উড়িয়ে দেওয়া উচিত হবে না।”
এ বিষয়ে আন্তর্জাতিক শান্তি বিষয়ক বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা বলেন, ‘‘যদি এমনও হয়, বেইজিং এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় খুশি হতে পারেনি, তারপরও তারা হয়ত এ বিষয়ে যথেষ্ট ধৈর্যে্যর পরিচয় দেবে। কারণ,তারা এটা প্রমাণ করতে চায় যে, তারা উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনোটির সঙ্গে কোনওভাবে জড়িত নয়।”
-
প্রথমবার ঋণ খেলাপির খাতায় নাম লেখাল শ্রীলঙ্কা
-
শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নিয়োগ পেলেন নতুন ৯ সদস্য
-
রাশিয়ার হামলায় দনবাস ‘নরকে’ পরিণত হয়েছে: জেলেনস্কি
-
ইউক্রেইনকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে চায় হোয়াইট হাউস
-
জর্ডান: প্রিন্স হামজার যোগাযোগ, গতিবিধি সীমিত করছেন বাদশা
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়াচ্ছে বিরল রোগ মাঙ্কিপক্স
-
টেলিভিশনে নারী উপস্থাপকদের মুখ ঢাকার নির্দেশ তালেবানের
-
শ্রীলঙ্কার গ্যাস, জ্বালানির ঘাটতি ‘কমার পথে’
-
জর্ডান: প্রিন্স হামজার যোগাযোগ, গতিবিধি সীমিত করছেন বাদশা
-
শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নিয়োগ পেলেন নতুন ৯ সদস্য
-
ইউক্রেইনকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে চায় হোয়াইট হাউস
-
প্রথমবার ঋণ খেলাপির খাতায় নাম লেখাল শ্রীলঙ্কা
-
রাশিয়ার হামলায় দনবাস ‘নরকে’ পরিণত হয়েছে: জেলেনস্কি
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়াচ্ছে বিরল রোগ মাঙ্কিপক্স
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’