চীনে বার্ষিক জন্মহার হ্রাসের রেকর্ড

চীনের মূলভূখণ্ডের জন্মহার গত বছর রেকর্ড হ্রাস পেয়ে প্রতি হাজারে ৭ দশমিক ৫২ জন হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2022, 06:22 AM
Updated : 17 Jan 2022, 06:22 AM

সোমবার দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্টাটিস্টিকসের তথ্যে এমনটি দেখা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

১৯৪৯ সালে দেশটির স্টাটিস্টিকস ব্যুরো তথ্য সংগ্রহ করা শুরু করার পর থেকে এই জন্মহার সর্বনিম্ন।

২০২১ সালে চীনে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র ০.০৩৪ শতাংশ; তথ্য অনুযায়ী যা ১৯৬০ সালের পর থেকে সবচেয়ে কম। 

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০২১ সালে দেশটিতে এক কোটি ৬ লাখ ২০ হাজার ‍শিশুর জন্ম হয়েছে, এর আগের বছর ২০২০ এ সংখ্যাটি এক কোটি ২০ লাখ ছিল। ২০২০ এ প্রতি হাজারে জন্মহার ছিল ৮ দশমিক ৫২।

জনসংখ্যায় বৃদ্ধদের অংশ দ্রুত বাড়তে শুরু করায় অর্থনৈতিক ঝুঁকি এড়াতে চীন ২০১৬ সালে কয়েক দশকের পুরনো এক সন্তান নীতি থেকে সরে দুই সন্তান নীতি চালু করে। কিন্তু শহুরে জীবনযাপনের উচ্চ খরচের কারণে দম্পতিরা আরও সন্তান নেওয়া থেকে বিরত থাকে। 

ধারাবাহিকভাবে জন্মহার কমতে থাকায় গত বছর বেইজিং দম্পতিদের সর্বোচ্চ তিন সন্তান নেওয়ার অনুমতি দেওয়া শুরু করে।